মো: নজরুল ইসলাম দিপু ঃ আগামী ৩ অক্টোবর শনিবার মহা সমারোহে অনুষ্ঠিত হতে যাচ্ছে লক্ষ্মীপুরের ক্রীড়া অঙ্গণের সেরা আলোচিত খেলা লক্ষ্মীপুর জেলা প্রশাসক গোল্ড কাপ টুর্নামেন্ট-২০০৯। বাংলাদেশ সরকারের প্রধান মন্ত্রীর সংস্থাপন ও প্রশাসন বিষয়ক মাননীয় উপদেষ্টা এইচটি ইমাম প্রধান অতিথি থেকে এ খেলা উদ্বোধন করবেন। জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম সরকারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব আহমেদ ও লক্ষ্মীপুর পুলিশ সুপার জামিল আহমেদ। উদ্বোধনী খেলা খেলবে রামগতি উপজেলা ক্রীড়া সংস্থা বনাম চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থা একাদশ। এই উপলক্ষে লক্ষ্মীপুর জেলা স্টেডিয়ামকে নানা রঙ্গে সজ্জিত করা হয়েছে। চালানো হয়েছে ব্্যাপক প্রচার প্রচারণা। পূর্বের জেলা প্রশাসক গোল্ড কাপের ছেয়ে এবার আরো জমজমাট ও আকর্ষণীয় করার প্রতিশ্র“তি দিয়েছেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক মো: রফিকুল ইসলাম সরকার।এবারের টুর্ণামেন্টটি হচ্ছে ৫ম আসর। ১৯৯৪ সালে প্রবর্তন করা হয় এই টুর্নামেন্ট অনুষ্ঠানটির। নক আউট পদ্ধতিতে টুর্নামেন্টে ১২টি দল অংশগ্রহণ করবে। দলগুলো হচ্ছে- লক্ষ্মীপুর সদর উপজেলা ক্রীড়া সংস্থা, রায়পুর উপজেলা ক্রীড়া সংস্থা, রামগতি উপজেলা ক্রীড়া সংস্থা, লক্ষ্মীপুর আবাহনী ক্রীড়া চক্র, মোহামেডান স্পোটিং ক্লাব, রাঙ্গামাটি জেলা ক্রীড়া সংস্থা, চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থা একাদশ, ফেনী জেলা ক্রীড়া সংস্থা, নোয়াখালী জেলা প্রশাসক একাদশ, মৌলভী বাজার জেলা একাদশ ও চাটখিল উপজেলা একাদশ। এ খেলার বাজেট থাকছে ১২ লক্ষ টাকা। চ্যাম্পিয়ন দলকে গোল্ড কাপ ছাড়াও নগদ ১লক্ষ টাকার প্রাইজ ম্যানি পুরস্কৃত করা হবে। রানার্স আপ দল ট্রফি ছাড়াও নগদ ৫০ হাজার টাকা প্রাইজ ম্যানি পাবেন। প্রতি ম্যাচে অংশগ্রহণকারী বিজয়ীরা ৬ হাজার টাকা বিজিত দল ৪ হাজার টাকা পাবেন। ম্যাচের সেরা খেলোয়ার পুরস্কারও থাকছে। গ্যালারী দর্শকদের জন্য উদ্বোধনী দিনে ফাইনাল ম্যাচে এবং দু’টো সেমিফাইনাল খেলাসহ ৪দিনে রঙ্গিন টিভি, স্বর্ণের চেইন, মোবাইল সেট, ডিনার সেট, বাই সাইকেল সহ মোট ১৯টি পুরস্কার থাকবে। এ খেলাকে কেন্দ্র করে জেলা ব্যাপী সাজ-সাজ রব পড়েছে। তোরণ নির্মাণ পোষ্টারিংসহ চলছে ব্যাপক প্রচারণা। প্রকাশ করা হচ্ছে একটি ‘সুভ্যেনির’ । টুর্নামেন্ট বাস্তবায়নের জন্য একটি মূল কমিটি ও ৮টি উপ-কমিটি দিন/রাত কাজ করে যাচ্ছে। জেলার সর্বস্তরের সকল মহলকে এতে সম্পৃক্ত করা হয়েছে। আশা করা হচ্ছে জাতীয় ও আর্ন্তজাতিক খেলোয়াড়দের অংশগ্রহণে হাড্ডাহাড্ডি লড়াইয়ে জমে উঠবে খেলাটি। এ খেলা সফল করার লক্ষে গতকাল মঙ্গলবার লক্ষ্মীপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোফাজ্জেল হোসেন ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন সাংবাদিকদের টুর্নামেন্ট সম্পর্কে বিস্তারিত ব্রিফ প্রদান করেন এবং টুর্নামেন্টের সফল বাস্তবায়নে ও প্রচারণায় সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
এবারের ব্যাপক প্রচার প্রচারনায় লক্ষ্মীপুরবাসীকে খেলার প্রতি আরো আকর্ষন লাগিয়ে দিবে বলে মনে করেন সচেতন মহল। তবে জেলা প্রশাসক মো: রফিকুল ইসলাম সরকার এ খেলাকে জমজমাট করার জন্য জোর ভাবে কাজ করে যাচ্ছেন। ঐতিহ্যবাহী ফুটবল খেলার মাধ্যমে যুব সমাজের প্রাণাবেগ সঞ্চারসহ ক্রীড়ামোদী জেলাবাসীর মাঝে ব্যাপক আলোড়ন ও উৎসাহ উদ্দীপনার সৃষ্টি করবে বলে পর্যবেক্ষক মহলের বিশ্বাস।