ধন্যবাদ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন
মো: নজরুল ইসলাম দিপু
লক্ষ্মীপুর জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে লক্ষ্মীপুর জেলাবাসী বিশেষ করে লক্ষ্মীপুর ডিজিটাল ডেভলেপমেন্ট সোসাইটি (এলডিডিএস) ও এর প্রতিষ্ঠান ভোরের শিশির পত্রিকার পক্ষ থেকে জানাই অভিনন্দন ও ধন্যবাদ। ধন্যবাদ এই জন্যই বিগত বছরের ন্যায় এবারও লক্ষ্মীপুরে জাকজঁমকপূর্নভাবে জেলা প্রশাসক গোল্ড কাপ টুর্ণামেন্ট আয়োজন করার জন্য। মানুষ সংস্কৃতি, শিক্ষা ও ক্রীড়া ছাড়া বাচতে পারে না। মানুষের সাথে ওপেতভাবে জড়িয়ে আছে এইগুলো। তাই লক্ষ্মীপুর জেলার শান্তিপ্রিয় লোকজনকে ক্রীড়ামুখী ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপহার দিয়ে মনের খোরাক পূর্ণ করার জন্য জেলা প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল এসোসিয়েশনের উদ্যোগে লক্ষ্মীপুর জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্ণামেন্ট ২০০৯ আগামী ৩ অক্টোবর শুরু হতে যাচ্ছে। সেই উপলক্ষে উদ্বোধনী দিন থেকেই মাসব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই জন্য জেলা প্রশাসক মো: রফিকুল ইসলাম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এহসানুল পারভেজসহ অন্যান্য ব্যক্তিবর্গকে জানাই আন্তরিক ধন্যবাদ। কারন জেলা প্রশাসকের আহবানে অতিরিক্ত জেলা প্রশাসক (সাবির্ক) দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন উক্ত খেলাকে সার্থক ও জাকজমক পূন করার লক্ষে। খেলার সমস্ত কিছু আয়োজনসহ সকল প্রকার যোগাযোগ ও সাবির্ক দেখাশোনা করে তিনি ত্যাগী , উদ্যোগি ও ক্রীড়ামোধি বলে নিজকে পরিচয় দিচ্ছেন। এছাড়াও জেলা প্রশাসনের সকল কর্মকর্তার পরিশ্রমের কারণেই লক্ষ্মীপুরে এই ধরণের অনুষ্ঠান আমাদেরকে ক্রীড়ামোদি, সাংস্কৃতিক নিবেদিত প্রাণ ও শান্তিপ্রিয় লক্ষ্মীপুরবাসী বলে জাতির কাছে পরিচিত হতে সহায়তা করছে।
এই সাথে আবারও জেলা প্রশাসক ও পুলিশ সুপার জামিল আহমদকেও জানাই আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ যে কিছুদিন আগে সংগঠতি পবিত্র ঈদুল ফিতর ও শারদীয় দুর্গা পূজা যথাযোগ্য মর্যাদা ও উৎসব মূখর পরিবেশে সম্পন্ন হওয়ার পেছনে তাদের অকাতর শ্রম দেওয়ার জন্য। সন্ত্রাস, চাঁদাবাজিসহ কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই মুসলিম ও হিন্দু ধর্মের দু’বৃহত্তম ধর্মীয় উৎসব সম্পন্ন হওয়ায় পুরো জেলাবাসী খুশী। যা গত ১৫ বছরের ইতিহাসে এমনটি লক্ষ্য করা যায়নি। তা এবার সম্ভব হয়েছে একমাত্র জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগের ফলে। দেশের অন্যান্য জেলার ছেয়ে আমরা মনে করি যে, লক্ষ্মীপুর জেলা প্রশাসক, পুলিশ সুপার. অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, সহকারি কমিশনারবৃন্দ এই জেলার প্রতি অত্যন্ত আন্তরিক। তারা যেভাবে এই জেলাকে আপন করে কোন ধরণের অন্যায়, সন্ত্রাস, চাঁদাবাজি, ছিনতাই, লুটপাটসহ নানা ঘটনা না ঘটার জন্য প্রয়োজনিয় ব্যবস্থাসহ জেলার অন্যান্য ব্যাপারে একান্ত আন্তরিকভাবে নিজকে উৎসর্গ করে দেওয়ার মনমানসিকতা রাখে তাই ফুটে উঠে উপরে বণিত সকল কথা ও বিগত দিনের বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়সহ অন্যান্য সমস্যার সময় তাদের এগিয়ে আসা দেখে। সবমিলিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্ণামেন্ট ২০০৯, ঈদ ও পুজা ও বিগত দিনের সকল ঘটনার আলোকে বলতে পারি যে লক্ষ্মীপুরের জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন অত্যন্ত সাহসিকতার পরিচয় দিচ্ছেন। এমনকি জেলাবাসীর বুকে স্থান করে নিয়েছে। তাই সকলের সাথে আমরাও বলতে পারি-
ধন্যবাদ জেলা প্রশাসন
ধন্যবাদ পুলিশ প্রশাসন
ধন‌্যবাদ জেলা ক্রীড়া সংস্থা
 

Copyright © 2009 by Your News, Your Site and Mirror Of Lakshmipur,