লক্ষ্মীপুরে শিবিরের উদ্যোগে ঈদ পোশাক বিতরণ
ইসলামী ছাত্রশিবির লক্ষ্মীপুর শহর শাখার উদ্যোগে গতকাল ১১ সেপ্টেম্বর অস্বচ্ছল ছাত্রদের মাঝে ঈদ পোশাক বিতরণ করা হয়। অনুষ্ঠানে শহর সভাপতি আবুল ফারাহ নিশানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ঈদ পোশাক বিতরণ করেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ রেজাউল করিম। এসময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা জামায়াতের সেক্রেটারী ডা। ফয়েজ আহমেদ, লক্ষ্মীপুর প্রেস ক্লাব সভাপতি হোসাইন আহমদ হেলাল। এসময় প্রধান অতিথি বলেন, রাসূল (স:) পথ শিশুকে পেয়ে- আয়েশা (রা:) ঈদ উপহার দিয়ে যে দৃষ্টান্ত উপস্থাপন করেছেন বর্তমান শাসক গোষ্টিকেও এ ধরণের ভাল কাজে এগিয়ে আসা উচ্তি। বক্তারা বলেন, ছাত্রশিবিরের এ ধরণের মহতি উদ্যোগের মত অন্যান্য ছাত্র- সংগঠনে এগিয়ে আসার আহবান জানান। পরে কেন্দ্রীয় সভাপতি লক্ষ্মীপুর শহর শাখার দিনব্যাপী সাথী শিক্ষা শিবিরে বক্তব্য রাখেন ও সাংবাদিকদের নিয়ে স্থানীয় চাইনিজ রেষ্টুরেন্টে ইফতার অনুষ্ঠানে যোগদান করেন।