জাতীয় সংবাদ

দু’ঘণ্টার মধ্যেই টিকেট শেষ ॥ লক্ষ্মীপুরমুখী মানুষের দুর্ভোগ
ঈদে বাড়ি ফেরার জন্য ঢাকায় চকুরীরত লক্ষ্মীপুরের মানুষের দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে। নাড়ির টানে ঘরমুখো মানুষের প্রাত্যহিক কর্মের মাঝে একটাই চিন্তা কাজ করছে ঈদে বাড়ি যাওয়ার জন্য টিকেট পাওয়া যাবেতো?
আজ ১২ সেপ্টেম্বর সকাল এগারটার মধ্যেই ঢাকা ও চট্টগ্রাম থেকে লক্ষ্মীপুরে গন্তব্যের বাসের টিকেট বিক্রি হয়ে যায়। সকালে স্টেশনে গিয়ে দেখা যায় অনেকে টিকেট না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছে। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে যাওয়ার জন্য ট্রেনের টিকিটও শেষ হয়ে গেছে। উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর থেকে বাংলাদেশ রেলওয়ে ঈদ উপলক্ষে অগ্রিম টিকেট বিক্রি শুরু করেছে। শুধূ মাত্র সাতদিন আগের অগ্রিম টিকেট দেয়া হচ্ছে। গতকাল দেয়া হয়েছে ১৮ সেপ্টেম্বরের টিকেট। আগামী ১৩ তারিখ পর্যন্ত রেলওয়ের একার্যক্রম চলবে। তারপর থেকে স্বাভাবিক নিয়মে টিকেট বিক্রি চলবে।
গতকাল ভোর থেকে চট্রগ্রাম স্টেশনের প্ল্যাটফরমে টিকেটের জন্য হাজারো মানুষের ঠল নামে। টিকেটের জন্য লম্বা লাইন প্ল্যাটফরমের বাইরে পর্যন্ত চলে যায়। টিকেট পেয়ে নিজের অনুভুতি ব্যক্ত করতে গিয়ে একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা মোবক্কার চৌধুরী সুপ্রভাতকে বলেন, টানা ৮ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকে টিকেট পেলাম। টিকেট না পেলে পরিবার নিয়ে বাড়িতে ঈদ করার আনন্দটাই মাটি হয়ে যেত। সকাল ৯টা থেকে টিকেট দেয়া শুরু হলেও মাত্র দু’ঘণ্টার মধ্যে ১৮ সেপ্টেম্বরের সব টিকেট শেষ হয়ে যায়। যারা একটু দেরি করে এসেছেন তাদের টিকেট না পেয়ে খালি হাতে ফিরতে হয়েছে। আর যারা পেয়েছেন তারা যেন টিকেট হাতে পেয়ে সোনার হরিণ পেলেন।রেলওয়ে সূত্রে জানা যায়, সাতটি আন্ত: নগর ট্রেনের ১৮ সেপ্টেম্বরের ৩৮৫০টি টিকেট বিক্রি করা হয়েছে । শোভন, শোভন চেয়ার এই দুইটি শ্রেণীর টিকেট শেষ হয়ে গেছে সকালেই। তবে প্রথম শ্রেণী, এসি এবং কেবিন এর কিছু টিকেট এখনোও পাওয়া যাচ্ছে।
চট্টগ্রাম রেল স্টেশনের ম্যানেজার এম এ গণি বলেন, ‘সকাল থেকে টিকেটের জন্য ভিড় লক্ষ্য করা গেছে। সাতটি আন্ত: নগর ট্রেনের টিকেট দেয়া হয়। আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করছি যাতে টিকেট কালোবাজারির হাতে না যায়’।
সকাল সাড়ে আটটা বাজে এসেও টিকেট না পাওয়া লিয়াকত শিকদার বলেন,‘আমি টিকেট দেয়া শুরু হওয়ার আগে এসেও দুইটি টিকেট পাইনি। ঈদের ভিড়ের আগেই বাড়ি যাব ভেবেছিলাম। এখন দেখছি ১৮ তারিখের টিকেটের জন্য অনেক ভিড়। দেখি আগামীকাল সেহ্রি খেয়ে স্টেশনে আসতে হবে।’ এবছর মহিলাদেরও টিকেট নিতে লাইনে দাঁড়াতে দেখা যায়। রেলওয়ের পক্ষ থেকে লক্ষ্মীপুর ওয়েবকে জানানো হয় ঈদ উপলক্ষে অতিরিক্ত কোন বগি লাগানো হবে না। তবে জরুরি প্রয়োজনে লাগানোর জন্য কয়েকটি বগি স্টকে আছে।
 

Copyright © 2009 by Your News, Your Site and Mirror Of Lakshmipur,