রামগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন উপলক্ষে মাছের পোনা বিতরণ
উপজেলার ভোলাকোট ইউনিয়নের টিউরী এ,আর,ডি,এর আঞ্চলিক কাযর্ালয় ৮ আগস্ট ই,আর,ডি,এর উদ্যর্োগে ডানিডার অথর্ায়নে বিনামূল্য ৫ শত মৎস্য চাষীদের মাঝে মাছের পোনা বিতরণ করা হয়। "প্লাবনে মৎস্য চাষ দিন বদলের সু-বাতাস" এই স্লোগানে সু-বিশাল র্যালি এলাকায় প্রদক্ষিণ করে পরে বিশাল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ই,আর,ডি,এর কর্মকতর্া খাদিজা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মনির হোসেন চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন পৌর উপজেলা আওয়ামীলীগের আহবায়ক বেল্লাল আহম্মদ, রামগঞ্জ থানার সেকেন্ড অফিসার মোঃ আবুল কাশেম, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও টি,সি,সির চেয়ারম্যান সাহজাহান বাবুল মোল্লা, ই,আর,ডি,এর পরিচালক মনির হোসেন, উপজেলা কর্মকতর্া সাহা জাকারিয়া, আওয়ামীলীগের নেতা সাবেক ইছাপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আমির হোসেন, মোহাম্মদ উল্যা, ইউনিয়নের
আওয়ামীলীগ নেতা নুরুল ইসলাম, ছাত্রলীগের ইউনিয়ন সেক্রেটারী বেলায়েত হোসেন প্রমুখ।
আওয়ামীলীগ নেতা নুরুল ইসলাম, ছাত্রলীগের ইউনিয়ন সেক্রেটারী বেলায়েত হোসেন প্রমুখ।