লক্ষ্মীপুরে চলছে ইলিশের আকাল। সারাদিন পরে কিছু ইলিশ জেলেরা আনলেও তা বিক্রি হয় চড়া দামে। শহরের বিভিন্ন মাছের বাজারে এসব মাছ বিক্রি হয়। তবে দাম বেশি হওয়াতে কিনতে চাচ্ছেনা অনেকেই। ক্রেতা কম থাকায় একা বসে আছে দক্ষিন তেমুহনীস্থ এক মাছ ব্যবসায়ী। ছবিটি তুলেছে মো: মো: নজরুল ইসলাম দিপু
Browse » Home » » টপ সংবাদ
