কমলনগরে আউশ ধান নিয়ে কৃষকরা বিপাকে
আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসমে রামগতি ও কমলনগর উপজেলার চরাঞ্চলে আউশ ধানের বাম্পার ফলন হয়েছে। অধিক ফসল ঘরে তুলতে পারায় কৃষকের মুখে হাসিও ফুটেছে। কিন্তু দর দাম যাই হোক না কেন, কোন দামেই ধান কিনছে না কমলনগরের বেপারীরা। কৃষকের উৎপাদিত আউশ ধান হাটে বিক্রি করতে না পারায় তারা হতাশ হয়ে বাড়ি ফিরতে হচ্ছে। যে কারনে উপজেলার ১৪ হাজার হেক্টর জমিতে আউশধান আবাদ করে কৃষকরা বিপাকে পড়েছে। চলতি আমন ফসল রোপনের জন্য তাদের হাতে কোন টাকা পয়সা নেই। আউশ ধান বিক্রি করতে না পারলে আমন আবাদ ব্যহত হবে বলে আশংকা করছেন একজন কৃষি কর্মকর্তাসহ স্থানীয় কৃষকরা।