রামগঞ্জে ইউ পি সদস্য পারভীন বেগমের হস্তক্ষেপে বাল্যবিবাহ!



রামগঞ্জ প্রতিনিধিঃ রামগঞ্জ উপজেলা ভাটরা ইউনিয়নের ১নং ওয়ার্ডের মহিলা মেম্বার পারভীন বেগমের সার্বিক সহযোগীতায় ডোন নদী গ্রামের প্রবাসী এনামুল হকের কণ্যা ও পানিয়ালা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী-মর্জিনা আক্তার (১৩) এর সাথে ভাদুর গ্রামের আব্দুর রহিমের পুত্র রাসেলের সাথে বিবাহ সম্পন্ন হয়।
জানা যায়, এনামুল হকের অপ্রাপ্ত বয়স্ক কন্যা মর্জিনার বিবাহ ৮ আগস্ট জুমার নামাজের পর সম্পন্ন হওয়ার কথা থাকলেও সকাল বেলায় উপজেলা নির্বাহী অফিসার তোফাজ্জল হোসেন জানতে পেরে দ্রুত গতিতে স্থানীয় চেয়ারম্যান কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য বলেন। পরে স্থানীয় চেয়ারম্যান ও সচিব তাৎক্ষনিকভাবে বিয়ে বন্ধ করার জন্য মহিলা মেম্বার পারভীন বেগমকে পাঠান। পারভীন বেগম সেখানে গিয়ে উধর্্বতন কমকর্তাদের আদেশ অমান্য করে মর্জিনার বিবাহ সম্পন্ন করতে সহযোগিতা করেন । এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

 

Copyright © 2009 by Your News, Your Site and Mirror Of Lakshmipur,