ভালো বেতনে আবুধাবীর দুবাই এয়ারপোর্টে টলিম্যানের কাজে পাঠানোর নামকরে লক্ষ্মীপুরের শতাধিক ব্যক্তির কাছথেকে প্রায় কোটি টাকা হাতিয়ে নিয়ে গাঢাকা দিয়েছে। ভুয়া আদম বেপারী জুয়েল। জানাযায় লক্ষ্মীপুর সদর উপজেলার হাজির পাড়া ইউনিয়নের অবসর প্রাপ্ত পুলিশ সদস্য বোরহান উদ্দিন ভুঁইয়ার পুত্র ছালেহ আহাম্মদ জুয়েল স্থানীয় শতাধিক বিদেশগমনিচ্ছুক যুবককে আবুধাবির দুবাই এয়ারপোটে ভালো বেতনে কাজ দেওয়ার নামকরে জনপ্রতি ৫০হাজার টাকা থেকে ২লাখ টাকা পর্যন্ত হাতিয়ে নিয়ে গা ঢাকা দিয়েছে। এসব যুবকদের কেউ ছড়া সুদে আবার কেউ জায়গা জমি বিক্রি করে জুয়েলকে টাকা দিলেও বিদেশযেতে না পেরে চরম হতাশায় দিন কাটাচ্ছে। ভুক্তভুগি যুবক আনোয়ার হোসেন, আক্তার হোসেন, মাকছুদ,নুরহোসেন, শহীদ, রিয়াজ,হুমায়ূন সহ কয়েক জন জানান প্রায় ৬ মাস আগে জুয়েল ২০/২৫ দিনের মধ্যে তাদেরকে দুবাই পাঠানোর নিশ্চয়তা দিয়ে পার্সপোট এবং টাকা নেয়। সে তাদেরকে ঢাকার নয়াপল্টনের দি কাসিক মেডিকেল সেন্টারে মেডিকেলও করায়। পরবতর্ীতে সে টালবাহানা শুরু করে। কিছুদিন পরে সে হঠাৎ উধাও হয়ে যায়। তারা জানান প্রথমদিকে তারসাথে মোবাইলে যোগাযোগ করা সম্ভব হলেও বর্তমানে তার মোবাইল নাম্বারটি বন্ধ রয়েছে। এদিকে জুয়েলের বাবা মা বিভিন্নভাবে প্রতারণার শিকার যুবকদের আশ্বস্থ করে রাখলেও বর্তমানে তারা যুবকদের পাত্তা দিচ্ছেনা। তবে তার একটি ঘনিষ্ট সুত্র জানিয়েছে জুয়েল যুবকদের টাকা নিয়ে বিদেশ পাড়ি দিয়েছে। লক্ষ্মীপুর কন্ঠ, লক্ষ্মীপুর ওয়েব, ১৫ জুন ২০০৯
Browse » Home » » লক্ষ্মীপুরে প্রতারক আদম বেপারীর খপ্পরে পড়ে সর্বশান্ত শতাধিক যুবক