লক্ষ্মীপুরে পোল্টি ব্যবসায়ীর ফার্ম লুট ও ভাংচুর লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের বসুদুহিতা গ্রামে মতাসীন দলের সন্ত্রাসীরা পোল্ট্রি ব্যবসায়ী সাবেক কৃষি কর্মকর্তা মজিব উল্যা বি এস সির মালিকানাধীন ২টি পোল্টিফার্ম সেড এবং একটি নব নির্মিত মার্কেট রাতের অাঁধারে ভাংচুর ও লুটপাট করে নিয়ে যায়। এ ্সময় সন্ত্রাসীরা মজিব উল্যা ও তার পুত্র টিপুর উপর হামলা চালায় । এব্যাপারে সদর থানায় মজিব উল্যা হামলা ও লুটপাটকারিদের বিরুদ্ধে একটি মামলা করলে মামলা প্রত্যাহারের জন্য উক্ত সন্ত্রাসীরা মজিব উল্যা ও তার পরিবারের সদস্যদের প্রকাশ্যে প্রাণনাশ সহ নানা রকম হুমকী দিয়ে যাচ্ছে।ফলে তারা জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছে। সরজমিনে গিয়ে জানাযায় মজিব উল্যাহ তার ওয়ারিশ ও খরিদ সূত্রে মালিকানাধীন জমিতে পোল্টি খামার তৈরী করে দীর্ঘদিন ধরে মুর্গির খামারের ব্যবসা করে আসছে। সমপ্রতি মজিব উল্যাহ তার জমিনের বাকী অংশে একটি মার্কেট নিন্মান করলে মতাসীন দলের স্থনীয় একটি চাঁদাবাজ চক্র তার নিকট চাঁদাদাবী করে পেতে ব্যর্থ হয়। গত বৃহস্পতিবার গভীর রাতে মাকছুদুর রহমান টিপুর নেতৃত্বে সন্ত্রাসীরা নারকীয় হামলা ও লুটপাট চালায়। তিগ্রস্থ মজিব উল্যা ও স্থানীয় বাসিন্দারা জানান সন্ত্রাসীরা তার প্রায় এক লাখ টাকার মালামাল লুট ও আড়াই লাখ টাকার মালামাল ভাংচুর করে। স্থানীয় বাসিন্দারা জানান সন্ত্রাসীরা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রে সজ্জিত থাকায় কেউ ভয়ে সন্ত্রাসীদের প্রতিরোধে এগিয়ে আসার সাহস পায়নি। উল্যেখ্য গত কয়েকদিন আগে মজিব উল্যা তার জমি ও জীবনের নিরাপত্তা চেয়ে স্থানীয় চন্দ্রগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রে একটি আবেদন করেন। লক্ষ্মীপুর কন্ঠ, লক্ষ্মীপুর ওয়েব, ১৫ জুন ২০০৯
Browse » Home » » মামলা তুলে নেওয়ার জন্য বাদীকে প্রাণ নাশের হুমকী