লক্ষ্মীপুর ঘুর্ণিঝড় আইলা তিগ্রস্থ পরিবারের মাঝে মাঝে লায়ন্স কাবের উদ্যোগে ত্রান সামগ্রী ও গাছের চারা বিতরণ

চেয়ারম্যান আবুল বারাকাত দুলালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: রফিকুল ইসলাম সরকার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার
লক্ষ্মীপুর সদর উপজেলার মজু চৌধুরীর হাট এলাকায় ঘুর্ণিঝড় আইলা তিগ্রস্থ ৩শ' পরিবারের মাঝে মাঝে লায়ন্স কাবের উদ্যোগে ত্রান সামগ্রী ও ফলজ, বনজ গাছের চারা বিতরণ করা হয়।
আজ শুক্রবার দুপুরে জেলা প্রশাসক মো: রফিকুল ইসলাম এই কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রতি পরিবারকে ১০ কেজি চাল, ২ কেজি আটা, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি লবন, ১০ টি খবর স্যালাইন, ৩০ টা পানি বিশুদ্ধ করণ টেবলেট ও চারা গাছ বিতরণ করা হয়। এসময় লায়ন্স জেলার প েরিজিয়ন চেয়ারপার্সন আশফাকুর রহমান, কো-চেয়ারম্যান এ.এফ. হামিদ উদ্দিন আহমেদ, এ. এফ, শামছুদ্দীন, এ বি মহি উদ্দিন আহমদে, এ.এফ জসীম উদ্দীনসহ প্রমুখ উপস্থিত ছিলেণ।
 

Copyright © 2009 by Your News, Your Site and Mirror Of Lakshmipur,