লক্ষ্মীপুর সরকারি কলেজের ১০০ শয্যাবিশিষ্ট ছাত্রীনিবাস এক বছর আগে নির্মিত হলেও এখনো ছাত্রীদের বসবাসের জন্য তা চালু হয়নি। ফলে দূর-দূরান্তের ছাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ প্রসঙ্গে লক্ষ্মীপুর সরকারি কলেজের একদাশ শ্রেণীর ছাত্রী খাদিজা বেগম, মুক্তা, ছাত্রী রুবিনা, সাথী, শারমনি আক্তার, পপি ও আরো অনেকে বলেন, আমরা বাধ্য হয়ে আত্মীয়স্বজন বা বিভিন্ন মেসে অবস্থান করছি। কিন্তু আমাদের ছাত্রীনিবাসটি চালু হলে আমাদের লেখাপড়া চালিয়ে নিতে অসুবিধা হবে না। আবার এক পক্ষের ছাত্রীরা বলেন, এটি চালু হলেও আমাদের আশা প্রতিফলিত হবে না সামাজিক কারণে। ইতিমধ্যে ছাত্রীনিবাসটি জানালা কাচ অধিকাংশই ভেঙে ফেলা হয়েছে। শিক্ষা অধিদফতরের ১ কোরি ও বেশি টাকা ব্যয়ে নির্মিত এ ছাত্রীনিবাসটির সম্পর্কে কলেজের অধ্যক্ষ মাহমুদ রশিদের সঙ্গে কথা বললে তিনি বলেন, আমরা এ ছাত্রীবাসের দায়িত্ব এখনো বুঝে পায়নি।
Browse » Home » » লক্ষ্মীপুর সরকারি কলেজে ছাত্রীদের আবাসন সংকট