রামগতির ঘূর্ণিঝড় আইলায় ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবার পেল গৃহ নির্মাণের অনুদান

ঘুর্ণিঝড় আইলার আঘাতে ক্ষতিগ্রস্ত লক্ষ্মীপুরের রামগতি উপজেলার ৫০০ পরিবারকে গৃহ নির্মাণের অনুদান বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে রামগতি উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসক মো: রফিকুল ইসলাম সরকার অনুদানের এ টাকা বিতরণ করেন। এসময় জেলা আওয়ামী লীগ সভাপতি এম আলাউদ্দিন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। জানাগেছে, ঘূর্ণিঝড় আইলার আঘাতে রামগতি লাকার মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হারিয়েছে তাদের বসতভিটাসহ অন্যান্য জিনিসপত্র। জেলা প্রশাসন সূত্র জানায়, আইলার আঘাতে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ঘর বাড়ি নির্মান করার জন্য ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারের মাঝে প্রত্যেক পরিববারকে পাচ হাজার টাকা করে বিতরণ করা হয়েছে। উল্লেখ্য, এর আগেও ঘুর্ণিদুর্গত পরিবারের মাঝে জেলা প্রশাসক মো: রফিকুল ইসলাম সরকার জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ প্রদান করেছেন।
 

Copyright © 2009 by Your News, Your Site and Mirror Of Lakshmipur,