নজরুল ইসলাম দিপু : দৈনিক নতুন চাঁদের নির্বাহী সম্পাদক শওকত মাহমুদকে আবেগ অশ্রু ও ভালবাসায় বিদায় দিয়েছে নতুন চাঁদ পরিবার ও লক্ষ্মীপুর জেলার সাংবাদিক সমাজ। মঙ্গলবার সন্ধায় নতুন চাঁদ ও লক্ষ্মীপুর প্রেসকাবের যৌথ উদ্যোগে শওকত মাহমুদকে বিদায় জানানো হয়। শওকত মাহমুদ বাংলাদেশ টেলিভিশনের ফেনী জেলার প্রতিনিধি হিসেবে কাজ করবেন। বিশিষ্ট শিাবিদ ও সাংবাদিক মাঈন উদ্দিন পাঠানের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলায় কর্মরত জাতীয় ও স্থানীয় সংবাদপত্র এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এসময় বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরিচালনা করেন প্রেসকাবের সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন। দৈনিক নতুন চাঁদ সম্পাদক ও লক্ষ্মীপুর প্রেসকাবের সভাপতি হোসাইন আহমদ হেলাল সকলের উদ্দেশ্যে বলেন, ্আপনারা শওকত মাহমুদকে যে সম্মান দিয়েছেন তাতে আমি সম্মানিত বোধ করছি। ভালো বন্ধু হিসেবে তাকে আমি দেখেছি। তিনি স্বাধীনভাবে সাহসিকতার সাথে নতুন চাঁদে লিখেছেন। আমরা অনেকেই মাঠে গিয়ে সংবাদ আনতে পারিনা, সেেেত্র শওকত মাহমুদ মাঠে গিয়ে সংবাদে নতুন ম্যাসেজ নিয়ে এসেছেন। তার কাজের ফোকাস শুধু আমার কাজে নয় সবার কাজেই লেগেছে। বিদায়ী অতিথি শওকত মাহমুদ আবেগাপ্লুত হয়ে বলেন, প্রস্থান মূহুর্তে যে হৃদ্যতার প্রকাশ করেছেন তাতে আমি মুগ্ধ। লক্ষ্মীপুরকে আমার হোম ডিস্ট্রিক্ট মনে হচ্ছে। সকল সাংবাদিক আমাকে সহযোগিতা করেছেন। সেজন্য কৃতজ্ঞতা। এসময় প্রেসকাবের সকল সাংবাদিকসহ রাজনৈতিক ও ব্যবসায়ীগন উপস্থিত ছিলেন।
Browse » Home » » আবেগাশ্রু আর ভালোবাসায় সিক্ত করে শওকত মাহমুদের বিদায়...