লক্ষ্মীপুরের রামগতি উপজেলার দুর্গম চরগজারিয়ার অদূরে মেঘনা নদীতে ডাকাতি করার সময় রোববার গভীর রাতে জেলেরা ১১ জলদস্যুকে গণপিটুনি দিয়েছে। গণপিটুনির শিকার ১১ জলদস্যুর মধ্যে ছয়জনকে আহতাবস্থায় সোমবার সকালে পুলিশে সোপর্দ করা হয়েছে। বাকি পাঁচজন নিখোঁজ রয়েছে। চরআফজলের জলদস্যু জাহাঙ্গীরের ছেলে মজনু, মো: মাস্টার মহিউদ্দিন, চরটগবির আবুল খায়ের ও ভোলা এলাকার অজ্ঞাতনামা আরো একজন নিখোঁজ রয়েছে। রামগতি থানার এসআই আবদুল হালিম সরকার জানান, আটক করা আহত ছয় জলদস্যুকে সোমবার ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।