ডিপজলের মুক্তি লাভ

জামিনে মুক্তি পেলেন চলচ্চিত্রের খলনায়ক ও বিএনপি সমর্থিত ওয়ার্ড কাউন্সিলর মনোয়ার হোসেন ডিপজল। সোমবার সন্ধ্যা সোয়া ৬ টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। ঢাকা কেন্দ্রীয় কারাগারের তত্ত্বাবধায়ক তৌহিদুল ইসলাম জানান, মনোয়ার হোসেনের বিরুদ্ধে মোট চারটি মামলা ছিল। এর মধ্যে দুটি অস্ত্র ও অপর দুটি দুর্নীতির মামলা। উচ্চ আদালত আগেই তাঁকে দুটি মামলায় জামিন দেয়। সর্বশেষ সোমবার বিকেলে আরও দুটি মামলায় তাঁর জমিনের আদেশ কারাগারে এলে তাঁকে মুক্তি দেওয়া হয়।
সুত্র জানায়, বিএনপি-জামায়াত জোট সরকারের মেয়াদ শেষে ২০০৭ সালের ১১ জানুয়ারি পটপরিবর্তনের পর মনোয়ার হোসেন আত্মগোপনে চলে যান। তাঁর অনুপস্থিতিতেই ২০০৭ সালের ২৭ জুলাই বিশেষ আদালত চারটি মামলায় মনোয়ার হোসেনকে ৩৯ বছর ছয় মাসের সাজা দেন। পলাতক অবস্থায় র‌্যাব সদস্যরা গত বছরের ৮ ডিসেম্বর রাজধানীর আদাবর এলাকার এনা গার্ডেন অ্যাপার্টমেন্টের একটি ফ্ল্যাট থেকে তাঁকে গ্রেপ্তার করে। পরে ডিপজলকে ৬টি মামলায় গ্রেপ্তার ও চারটি মামলায় দন্ডপ্রাপ্ত দেখিয়ে আদালতে হাজির করা হলে আদালত তাঁকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন। -ফোকাস বাংলা নিউজ
 

Copyright © 2009 by Your News, Your Site and Mirror Of Lakshmipur,