লক্ষ্মীপুরর ও রামগঞ্জে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদ্যাপিত

শুক্রবার বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস। বিশ্বজুড়ে সর্বস্তরের মানুষ তাদের ঐক্য, সংগ্রাম ও বিপন্ন মানুষের চেতনার প্রতীক হিসেবে পালন করে আসছে, ‘৮মে বিশ্ব রেড ক্রস ও রেডক্রিসেন্ট দিবস মানবতায় শক্তি এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা পৃথিবীতে কয়েক কোটি রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবকগণ যথাযোগ্য মর্যাদার সাথে হেনরী ডুনান্ট এর ১৮১তম জন্মবার্ষিকী তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর জন্যই পালন করা হয়।
লক্ষ্মীপুর ইউনিট দিবসটি উপলক্ষ্যে দিনের শুরুতেই জাতীয় পতাকা ও রেডক্রিসেন্ট পতাকা উত্তোলন, ডুনান্ট এর স্মৃতি স্মরণে আলোচনা সভা, বণার্ঢ্য র‌্যালী ও হাসপাতালে ভর্তি ৩০টি গরীব অসহায় রোগীদের মাঝে; শুভেচ্ছা উপহার বিনিময় এর মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করন- ইউনিটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক খলিলুর রহমান চৌধুরী, ইউনিট সেক্রেটারী মোঃ ইসমাইল হোসেন ফারুক, ইউনিট লেভেল কর্মকর্তা আবদুল গণি মজুমদার বিভিন্ন প্রতিষ্ঠান হতে আগত ভারপ্রাপ্ত শিক্ষক ও যুব রেডক্রিসেন্ট সদস্যবৃন্দ, যুব মুক্তদলের সদস্য/সদস্যবৃন্দ ও গণ্যামান্য ব্যক্তিবর্গ।
উপস্থিত সকল অতিথিবৃন্দ আলোচনা সভায় বলেন যে, জ্বীন হেনরী ডুনান্ট নেই আজ আমাদের মাঝে, আছে তার মাবনতার আদর্শ, সে আদর্শকে সামনে রেখে ‘ মানব সেবা'কে ব্রত করে। এই সংঘাতময় বিশ্বকে শান্তিময় বিশ্বে রূপান্তরের লক্ষ্যে আমাদেরকে কাঁদে কাঁধ মিলিয়ে একযোগে সকলকে মানবতা বিজয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেই দিনের কর্মসূচী শেষ করেন।
 

Copyright © 2009 by Your News, Your Site and Mirror Of Lakshmipur,