গক শুক্রবার দুপুর রাতে বাগবীস্থ জিরো পয়েন্টের বাশার মনজিলের ঘরের ভিতরে ডুকে চুরিরত অবস্থায় উক্ত বাসার ভাড়াটিয়াদের চিৎকারে স্থানীয় জনতার সহযোগীতায় এক চোর হাতে নাতে ধরা পড়েছে। চোরের নাম রোমান। সে ইতিপূর্বে সেন্ট্রাল হাসপাতাল চুরির আসামী হিসেবে পলাতক ছিল। তার ব্যাপারে আরো কয়েকটি চুরির অভিযোগ রয়েছে বলে এলাকা সূত্রে জানাগেছে। জনতা তাকে ধারার পর ফাঁড়ি থানায় সোপর্দ করে। থানায় এ ব্যাপারে বাদী হয়ে বাসার মালিক মোঃ আবুল বাশার একটি অভিযোগ দেয়। এর পর থেকে থানার আশে পাশ্বে চোরের পক্ষে দালালী করার জন্য বহু লোককে দেখা যায়। চোর নিজেই স্বাকীর করেছে যে সে প্রায়ই এ বাসায় চুরি করতে ডুকেছে এবং তার আরো কয়েক জন সহযোগী রয়েছে। ইতেমধ্যে ল²ীপুরে ব্যাপক চুরির ঘটনা ঘটছে। এতে ধারণা করা হচ্ছে এ চোরের সাথে আরো চোর মিলো একটি সংঘবদ্ধ চোর চক্র ল²ীপুর শহরে সক্রিয় রয়েছে। মামলায় বাদী উল্লেখ করেন, এ পর্যন্ত এ চোর তার বাসায় ও ভাড়াটিয়াদের বাসায় ডুকে বিভিন্ন সময় ১৫/২০টি মোবাইল সেট, কয়েকটি স্বর্ণের চেইন, নগদ টাকা ও প্রচুর জামা কাপড় নিয়ে যায়। গত পরশু ও সে দুবার ওয়াল টপকিয়ে ঘরের ভিতর ডুকেছে, ধরতে গেলে সে দৌড়ে পালিয়ে যায়, গতরাতেও ঠিক রাত ১টার দিকে সে এসে দোতালায় ভাড়াটিয়াদের বাসায় ডুকে চুরি করে কাপড় ছোপড় বাহির করে আবার ডুকে অন্য কিছু বাহির করতে চাইলে উক্ত বাসার মহিলাদের চিৎকারে স্থানীয় জনতা এসে তাকে হাতে নাতে ধরে ফেলে। স্থানীয় জনগণ মনে করেন তাকে জিজ্ঞাসাবাদ করলে তার পুরো চক্রের সংবাদ পাওয়া যাবে।
Browse » Home » » এক চোর ... লক্ষ্মীপুরের বাগবাড়ীতে চোরের উৎপাত