ফলোআপঃ মৎস্য প্রজনন কেন্দ্র রায়পুরে রেনু’র জন্য গ্রাহকদের মধ্যে হাতাহাতি

বিদ্যুতের ভেলকিবাজি ও লো-ভোল্টেজের কারণে উৎপাদন ব্যাহত হওয়া রায়পুর মৎস্য প্রজনন ও প্রশিণ কেন্দ্রে চাহিদা মতো রেনু না পাওয়ায় গ্রাহকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার গ্রাহকদের চাহিদা মোতাবেক কর্তৃপ রেনু সরবরাহ করতে না পারায় গ্রাহকদের মাঝে উত্তেজনা দেখা দেয়। রেনু বঞ্চিতরা রেনু প্রাপ্তদের সঙ্গে হাতাহাতি করে। কর্তৃপরে হস্তেেপ তারা শান্ত হয়।
অপরদিকে কেন্দ্রের সমস্যা সম্বলিত জরুরি ফ্যাক্স বার্তা পেয়ে গত বৃহস্পতিবার কেন্দ্রটি সরেজমিন পরিদর্শনে আসেন মৎস্য বিভাগের চট্টগ্রাম বিভাগীয় সহকারী পরিচালক আলী আজম। গত বৃহস্পতিবার একশ’ ২৩ কেজি রেনুর চাহিদা থাকলেও কর্তৃপ মাত্র ৪৫ কেজি সরবরাহ করতে সমর্থ হয়।
মৎস্য প্রজনন ও প্রশিণ কেন্দ্রের উর্ধ্বত্বন বৈজ্ঞানিক কর্মকর্তা কাজী ইকবাল আজম বলেন, বিদ্যুৎ সমস্যার কারণে পর্যাপ্ত পানি উত্তোলন সম্ভব না হওয়ায় রেনু, ব্রæড ও পোনা পরিচর্যায় বেগ পেতে হচ্ছে। এজন্য গ্রাহকদের চাহিদা থাকা সত্বেও পর্যাপ্ত রেনু ও পোনা সরবরাহ করতে পারছিনা। এজন্য প্রায়ই অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হতে হচ্ছে। বৃহস্পতিবারও অনুরূপ ঘটনা ঘটে।
উল্লেখ্য, গত ৩ মে দৈনিক ভোরের মালঞ্চ’এ ‘‘সীমাহীন লোডশেডিং, পানি ও অক্সিজেন সংকট, পর্যাপ্ত জনবলের অভাব; রায়পুর মৎস্য প্রজনন ও প্রশিণ কেন্দ্রের ৩ কোটি পোনা উৎপাদনের রেনু নষ্ট” শিরোনামে একটি তথ্যবহুল প্রতিবেদন প্রকাশিত হয়।

 

Copyright © 2009 by Your News, Your Site and Mirror Of Lakshmipur,