সরকারকে দলীয় করণের মানুসিকতা পরিহার করতে হবে আ স ম আবদুর রব

সাবেক মন্ত্রী আ স ম আবদুর রব বলেন, সরকারকে দলীয় করণের মানুসিকতা পরিহার করতে হবে। বিগত সরকারগুলো লাগামহীন দলীয় করণ করে জনগণের সার্বিক সুফল নিশ্চিত করতে পারেনি। বরং দেশকে অনেক সংকটে জড়িয়ে ফেলেছে। অনেক প্রত্যাশা নিয়ে জাতি এসরকারকে রায় দিয়েছে। কিন্তু বিগত ৪ মাসে এসরকারের কার্যকালাপ জনগণকে অনেক ক্ষেত্রে হতাশ করেছে। তিনি বলেন, পরিবর্তনের জন্য যা করণীয় সরকার তাহা পর্যায়ক্রমে সম্পন্ন্ করবে জনগন তাই আশা করে। তিনি বুধবার কমলনগর উপজেলার চর লরেঞ্চ হাইস্কুল মাঠে মুক্তিযোদ্ধা শাহাব উদ্দিনের স্মরণ সভায় এসব কথা বলেন। অধ্য আবদুল মোতালেবের সভাপতিত্বে অন্যান্যের বক্তব্য রাখেন আবদুর রাজ্জাক, হারুনুর রশিদ, আবু নুর সেলিম প্রমুখ।

 

Copyright © 2009 by Your News, Your Site and Mirror Of Lakshmipur,