কমলনগরে জেএসডি’র কাউন্সিলে আ স ম আবদুর রবের উক্তি কৃষকদের কৃষি পণ্যের ন্যায্যমূল্য দিতে হবে


যাবতীয় কৃষি উপকরণ সাহায্য সহ কৃষি পন্যের ন্যায্যমূল দিতে হবে বছেলেন স্বাধীনতা প্রথম পতাকা উত্তোলক ও সাবেক মন্ত্রী আ স ম আবদুর রব। তিনি আরো বলেন, বলেন একমন ধান উৎপাদনে কৃষকের খরচ পড়েছে ৬শ টাকা কিন্তু উত্তর বঙ্গে ধান বিক্রি হচ্ছে ২৮০-৩৫০ টাকা। কৃষক তার উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য না ফেলে কৃষি উৎপাদন কমে যাবে, দব্যমূল্য বেড়ে যাবে। তিনি আরও বলেন, আমরা মানুষের জন্য রাজনীতি করি। দলের মাধ্যমে জনগণের সেবা করি। উন্নত জীবন উপহার দেয়া ও রাজনৈতিক পরিকল্পনা বাস্তবায়নের উদ্দেশে নির্বাচনের মাধ্যমেই সরকার গঠনের জন্য আন্দোলন সংগ্রাম করি। আজকে বিশ্বব্যাপী যখন সন্ত্রাস নির্মূলের জন্য কাজ চলছে সে মূহুর্তে আমাদের দেশে আইন শৃঙ্খলার অবনতি, চাঁদাবাজি, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে অফিস আদালত পর্যন্ত দখলিকরণের প্রচেষ্টা চলছে। এর পরিণতি হবে ভয়াবহ। সকল স্তরে রাষ্ট্রীয় প্রশাসনের ব্যবস্থাপনার বিকেন্দ্রিকরণের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিদের হাতে স্থানীয় উন্নয়নের সর্বময় ক্ষমতা প্রদান করতে হবে। সরকারকে দলমত নির্বিশেষে রাষ্ট্রীয় সমস্যা সমাধানের জন্য ঐক্যের ভিত্তিতে কাজ করার আহবান জানান। গত শুক্রবার বিকেলে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা জেএসডি আয়োজিত কাউন্সিল অধিবেশনে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। স্থানীয় হাজির হাট "মেঘনা" সিনেমা হল মিলনায়তনে জেএসডি নেতা অধ্যক্ষ আবদুল মোতালেবের সভাপতিত্বে ও শাহাদাত হোসেন নিরব এর পরিচালনায় কাউন্সিল অধিবেশনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আবু নুর সেলিম, আবদুর রাজ্জাক, সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, শাহাদাত হোসেন নীরব, ভাইস চেয়ারম্যান ভিপি নুরনবী চৌধুরী, মাষ্টার শাহজাহান, আক্তার হোসেন মিলন মিয়া খুরশিদ আলম, শাহাব উদ্দিন চৌধুরী ও কামাল দেওয়ান প্রমুখ। এ উপলক্ষে জে এস ডি প্রধান আ স ম আবদুর রবের নিতৃত্বে একটি বিশাল র্যালি উপজেলা সদর হাজির হাট পদক্ষিন করে। পরে অধ্যক্ষ আবদুল মোতালেবকে সভাপতি, শাহাদাত হোসেন নীরবকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট জাতীয় সমাজতান্ত্রীক দল-জেএসডি কমলনগর উপজেলা কমিটি গঠন করা হয় এবং আবু নুর সেলিমকে প্রধান উপদেষ্টা করে ৩১ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়।
 

Copyright © 2009 by Your News, Your Site and Mirror Of Lakshmipur,