লক্ষ্মীপুরে ঘুর্ণিঝড় আয়লা মোকাবেলার জন্য জেলা প্রশাসনের সব্বোর্চ সতর্কতা মূলক ব্যবস্থা গ্রহন


লক্ষ্মীপুরে ঘুর্নিঝড় আয়লা মোকাবেলায় জেলা প্রশাসকের প থেকে সব্বোর্চ প্রস্তুতি মূলক ব্যবস্থা নেয়া হয়েছে। ঘুর্ণিঝড় আয়লার প্রভাবে উপকূলীয় এলাকায় ৭ নম্বর বিপদ সংকেত চলেছে। উপকূলীয় জেলা লক্ষ্মীপুরের সদর, রায়পুর, কমলনগর ও রামগতি উপজেলার মেঘনা পাড়ের জনগনকে নিরাপদ স্থানে নেয়ার সব্বোচ্চ প্রস্তুতি মূলক ব্যবস্থা গ্রহন করা হয়েছে। জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি জানিয়েছেন ঘুর্নিঝড় জলোচ্চাস আঘাত হানলে ১০ থেকে ১২ ফিট উচুতে উঠতে পারে। মেঘনা নদী উত্তাল রয়েছে। জন সাধারনকে মাইকিং করে নিরাপদ স্থানে আনতে শুরু করেছে। আশ্রয় কেন্দ্র শিা প্রতিষ্ঠানগুলো খুলে দেয়া হয়েছে। জেলা উপজেলা কন্ট্রোল রুম খোলা হয়েছে। নৌযান, মাছ ধরার ট্রলার ও জেলেদেরকে নিরাপদ স্থানে আনা হয়েছে। জেলা প্রশাসক দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ৬১ টি মেডিকেল টিম গঠন করা হয়েছে । রেড ক্রিসেন্ট কর্মী, স্বেচ্ছাসেবক, হেলথ, প্রাথমিক চিকিসৎক দল, আনসার ভিডিপি, ফায়ার সার্ভিস, উদ্ধার তৎপরতার কাজে ৫০ টি টিম প্রস্তুত রাখা হয়েছে।
 

Copyright © 2009 by Your News, Your Site and Mirror Of Lakshmipur,