গাছের সাথে শত্রুতা করে শেষ পর্যন্ত রাতের আধাঁরে বাগানের দেড়শতাধিক রেইনটি (কড়ই গাছ) কেটে এবং ৩২ শতক আবাদি জমির কচু গাছ তুলে শক্রতা উদ্ধার করেছে দুর্বৃত্তরা। শুক্রবার লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরফলকন গ্রামে আজহার হাওলাদার বাড়ীর আবুল কালামের বাগানে ঘটে এ অপ্রত্যাশিত ঘটনা। স্থানীয় এলাকাবাসী জানায়, হাজিরহাট বাজারের ব্যবসায়ী আবুল কালাম শখ করে তার বাড়ির পাশে ৫ শতক জমিতে রেইনটির বাগান করেন। বাগানের গাছগুলো ১০-১২ফুট লম্বা হলেই শক্রর চোখ পড়ে গাছে গাছে সাজানো ওই বাগানের ওপর। রাতের আধাঁরে প্রায় ১৫০টি রেইনটি ও ১০টি পেঁপে গাছ কেটে এবং ৩২ শতক জমিতে চাষকৃত লতিরাজ কচু গাছ তুলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ ব্যাপারে কমলনগর থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে।
Browse » Home » » লক্ষ্মীপুরের কমলনগরে গাছের সাথে শত্রুতা!
লক্ষ্মীপুরের কমলনগরে গাছের সাথে শত্রুতা!
গাছের সাথে শত্রুতা করে শেষ পর্যন্ত রাতের আধাঁরে বাগানের দেড়শতাধিক রেইনটি (কড়ই গাছ) কেটে এবং ৩২ শতক আবাদি জমির কচু গাছ তুলে শক্রতা উদ্ধার করেছে দুর্বৃত্তরা। শুক্রবার লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরফলকন গ্রামে আজহার হাওলাদার বাড়ীর আবুল কালামের বাগানে ঘটে এ অপ্রত্যাশিত ঘটনা। স্থানীয় এলাকাবাসী জানায়, হাজিরহাট বাজারের ব্যবসায়ী আবুল কালাম শখ করে তার বাড়ির পাশে ৫ শতক জমিতে রেইনটির বাগান করেন। বাগানের গাছগুলো ১০-১২ফুট লম্বা হলেই শক্রর চোখ পড়ে গাছে গাছে সাজানো ওই বাগানের ওপর। রাতের আধাঁরে প্রায় ১৫০টি রেইনটি ও ১০টি পেঁপে গাছ কেটে এবং ৩২ শতক জমিতে চাষকৃত লতিরাজ কচু গাছ তুলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ ব্যাপারে কমলনগর থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে।