
লক্ষ্মীপুরে ফ্রি গাইনী এন্ড অবস্ চিকিৎসা ক্যাম্প ও 'সচেতন নারী, সুস্থ প্রজন্ম' র্শীর্ষক আলোচনা সভা শনিবার জেলার সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। লক্ষ্মীপুর এসোসিয়েশন অব ফ্রেন্ডস ফরএভার (ল্যাফ) এর উদ্দোগে আয়োজিত অনুষ্ঠানে উদ্বোধন করেন ল্যাফ এর প্রধান উপদেষ্টা ড.এ এস এম মাকসুদ কামাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: রফিকুল ইসলাম সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (সার্কেল) মিশুঁক চাকমা, লক্ষ্মীপুর সিভিল সার্জন, ডা: মোশারফ হোসেন, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন বকুল, জীবন পারফিউমারী প্রোক্টাক্টের ব্যবস্থাপনা পরিচালক ও ল্যাফ এর উপদেষ্টা মোশারফ হোসেন পাটওয়ারী, লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি হোসাইন আহম্মদ হেলাল, জাকির হোসেন ভূইয়া আজাদ, আবুল খায়ের ভিপি। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি চৌধুরী মাহামুদুর নবী সোহেল। ক্যাম্পে ৬০০ মহিলাকে বিনামূল্যে গাইনি চিকিৎসা ও ওষুধ প্রদান করা হয়।