উদযাপিত হচ্ছে বুদ্ধ পূর্ণিমা


শান্তি শোভাযাত্রা, বৌদ্ধ পূজা ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে শনিবার সকালে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের বৌদ্ধ স¤প্রদায় তাদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা উদযাপন শুরু করেছে। এছাড়া দিবসটি উপলক্ষে দিনব্যাপী নানা অনুষ্ঠান রয়েছে বৌদ্ধ বিহারগুলোতে। বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধের জন্ম, বোধিজ্ঞান ও মহানির্বাণ লাভের জন্য বিশ্বের বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে এ দিন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন আয়োজিত প্রধান অনুষ্ঠান হচ্ছে রাজধানীর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে। সকালে এখানে বৌদ্ধ ভিক্ষু সংঘের প্রাতঃরাশ গ্রহণ ও শান্তি শোভাযাত্রার মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, বৌদ্ধ পূজা ও প্রসাদ বিতরণ, পিণ্ডদান ও শীলগ্রহণ কর্মসূচিও সম্পন্ন হয়েছে সকালে। বিকেলে এখানে আলোচনা সভা, সন্ধ্যায় প্রদীপ পূজা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকাল ৮টায় আর্ন্তজাতিক বৌদ্ধ বিহার থেকে মুগদাপাড়া স্টেডিয়াম পর্যন্ত শান্তি শোভাযাত্রা বের হয়। এতে বৌদ্ধ ভিক্ষুসহ স¤প্রদায়ের লোকজন অংশ নেন। রাজধানী ছাড়াও সারাদেশের বৌদ্ধ বিহারগুলোতে যথাযোগ্য মর্যাদায় এ দিনটি ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন করা হচ্ছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া আলাদা বাণী দিয়ে বৌদ্ধ স¤প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন। রাষ্ট্রপতি বঙ্গভবনে বিকাল সোয়া পাঁচটায় বৌদ্ধ স¤প্রদায়ের সন্মানে এক সংবর্ধনার আয়োজন করেছেন। খালেদা জিয়া সন্ধ্যা সাড়ে ৭টায় গুলশানে তার কার্যালয়ে বৌদ্ধ স¤প্রদায়ের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। দিবসটি উপলক্ষে বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সভাপতি শ্রীমৎ সত্যপ্রিয় মহাথের, পূর্ণিমা উদযাপন পরিষদের চেয়ারম্যান চিররঞ্জন বড়–য়া এবং মহাসচিব সুনন্দপ্রিয় দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। তারা দেশের সুখ, শান্তি ও সমৃদ্ধিও কামনা করেন।
 

Copyright © 2009 by Your News, Your Site and Mirror Of Lakshmipur,