বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) পুনর্গঠনের অংশ হিসেবে বাহিনীটির জন্য আট থেকে দশটি নামের প্রস্তাব পাওয়া গেছে বলে বাণিজ্যমন্ত্রী ফারুক খান জানিয়েছেন। বাণিজ্য মন্ত্রণালয়ে বৃহস্পতিবার তিনি সাংবাদিকদের বলেন, "বিডিআর পুনর্গঠনের ব্যাপারে প্রায় সাত হাজার ব্যক্তির মতামত নেওয়া হয়েছে। তারা আট থেকে দশটি নামের প্রস্তাব দিয়েছে। পোশাকের জন্য পাঁচটি ডিজাইনেরও প্রস্তাব দিয়েছে তারা।" বিদ্রোহের ঘটনার পর সরকারের বিভিন্ন কর্তৃপক্ষের কর্মকাণ্ড সমন্বয়ের দায়িত্বে থাকা ফারুক খান বলেন, বিডিআর পুনর্গঠন প্রক্রিয়ায় নাম ও পোশাক পাল্টানোর পাশাপাশি বিদ্যমান আইনেও পরিবর্তন আনা হতে পারে। তবে এসব বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। এসব বিষয়ে সংসদে আলোচনা করা হবে বলে জানান মন্ত্রী। বিডিআর বিদ্রোহের ঘটনার সুষ্ঠু তদন্ত হবে বলে জানিয়ে ফারুক খান বলেন, "এবার অতীতের মতো কোনো তদন্ত হবে না। সুষ্ঠু তদন্ত হবে এবং অপরাধীদের বিচার করা হবে।"
Browse » Home » » বিডিআরের জন্য আট/দশটি নামের প্রস্তাব এসেছে: বাণিজ্যমন্ত্রী