রায়পুর পৌর শহরের জনতা বাজার এলাকায় এক রিক্সা চালককে কুপিয়ে আহত করেছে ঠেকপার্টির সদস্যরা। গত বৃহস্পতিবার ভোর রাতে যাত্রী নিয়ে যাওয়ার পথে পথিমধ্যে ঠেক দেয় ঠেকপার্টির সদস্যরা। তাদের উপস্থিতি বুঝতে পেরে দৌঁড়ে পালিয়ে যায় যাত্রীরা। যাত্রীদের না পেয়ে ÿুব্ধ দুর্বৃত্তরা হামলা চালায় নিরীহ রিক্সা চালক মোস্তফা’র উপর। তার পায়ে ধারালো ছেনি দিয়ে কোপ দেয় তারা। সে মধুপুর গ্রামের আব্দুল হক বেপারীর পুত্র।