কু-প্রস্তাবে রাজী না হওয়ার জের - রায়পুরের চর ইন্দুরিয়ায় গৃহবধূকে কুপিয়ে জখম

Add Image
কু-প্রস্তাবেবে রাজী না হওয়ায় রায়পুরের চর ইন্দুরিয়া গ্রামে এক গৃহবধূকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। মরিয়ম আক্তার (২৫) নামের ওই গৃহবধূকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।গত সোমবার সকালে ওই গ্রামের আব্বাস হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবার ও থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, ঘটনার দিন গৃহবধূ মরিয়ম আক্তার পিত্রালয়ে বেড়াতে আসেন সকালে বাড়ির সকলেই খেত-খামারে কাজ করতে চলে যায়।রান্নার জন্য বাড়িতে থেকে যায় মরিয়ম। এই সুযোগে একই গ্রামের কাাদির আসামী বাড়ীর শরিফ আসামী (৩৩) সহ আরো ২ যুবক মরিয়মের রান্না ঘরে আসে এবং তাকে কু-প্রস্তাব দেয়। মরিয়ম তাদের প্রস্তাবে রাজী না হওয়ায় তার মুখ চেপে ধরে শ্লীলতাহানীর চেষ্টা করে।ওই সময় মরিয়ম চিৎকার করে শরীফের কবল থেকে তাকে বাঁচানোর জন্য প্রতিবেশীদের নাম ধরে ডাকতে থাকে। এতে ক্ষিপ্ত হয়ে তারা ধারালো অস্ত্র দ্বারা মাথায় কুপিয়ে ও লাঠি দ্বারা পিটিয়ে গুরুতর আহত করে। যাওয়ার সময় তারা গৃহবধূর স্বর্ণালংকারও লুটে নিয়ে যায়। এ ব্যাপারে বক্তব্য জানার চেষ্টা করেও অভিযুক্ত শরিফ আসামীকে পাওয়া যায়নি। ঘটনার পর থেকে সে পলাতক বলে এলাকাবাসীরা জানিয়েছে।
রায়পুর থানায় দায়েরকৃত এজাহারের তদন্ত কর্মকর্তা হাজীমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সফিকুর রহমান বলেন, ওসি সাহেবের নির্দেশে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত চলছে। সহসা প্রকৃত সত্য বেরিয়ে আসবে।

 

Copyright © 2009 by Your News, Your Site and Mirror Of Lakshmipur,