
রায়পুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের সংবধনা প্রদান করা হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় মিলনায়তনে জেবুন্নেছা আজিজ স্মৃতি সংসদ‘র উদ্যোগে ওই সংবধনার আয়োজন করা হয়।
সংবধর্না সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি ও প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোঃ দিলদার হোসেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সরোজ কুমার নাথ। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার শহীদুল আজম, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মজিবুর রহমান, রায়পুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নুরুন্নাহার বেগম, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মাহবুবুল হক প্রমুখ। এ বছর শিক্ষা প্রতিষ্ঠানটি থেকে বৃত্তি প্রাপ্ত ২৪ জনকে (১৬ জন টেলেন্টপুল ও ৮জন সাধারণ গ্রেড) পুরস্কৃত করা হয়। কৃতিত্বপূর্ণ অবদানের জন্য প্রতিষ্ঠানটির প্রধান শিÿক আনোয়ার হোসেনকেও সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়।