গ্রেফতার ৩রায়পুরে ১৬০ বোতল স্পিরিট উদ্ধার


রায়পুর পৌর শহরের বাস স্ট্যান্ডের একটি দোকান থেকে মঙ্গলবার রাতে পুলিশ ১৬০ বোতল স্পিরিট উদ্ধার করেছে। ওই সময় স্পিরিট সেবন ও বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩ জন গ্রেফতার করা হয়। গতকাল বুধবার গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।পুলিশ জানায়, পৌর শহরের পীর ফজলুলøাহ সড়ক থেকে স্পিরিট সেবন ও বিক্রয়ের অপরাধে পৌর শহরের সর্দার বাড়ির নুরুল আমিন (৪৫), বামনী গ্রামের জনৈক সিরাজ মিয়ার পুত্র জাহিদুল ইসলাম সুরুজ (২৭) ও চর আবাবিল হাওলাদার বাড়ির হুমায়ুন কবির বাবুকে (২৮) গ্রেফতার করে পুলিশ। তাদের স্বীকারোক্তি মতে অভিযান চালিয়ে বাস্ট স্ট্যান্ডের জাফরের দোকান থেকে ১৬০ বোতল রেকটিফাইড স্পিরিট উদ্ধার করে পুলিশ। রায়পুর থানার এসআই মোঃ দুলাল হোসেন অভিযানের নেতৃত্ব দেন। এ ঘটনায় মাদকদ্রব্য আইনে থানায় মামলা হয়েছে।
 

Copyright © 2009 by Your News, Your Site and Mirror Of Lakshmipur,