ভারত পাড়ি দিয়েছে দালাল বাজারের স্বর্ণ ব্যবসায়ী রতন দেব নাথ?

সংবাদদাতা ঃ লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার থেকে এক স্বর্ণকার মানুষের তৈরী করতে দেওয়া ও বন্ধক রাখা প্রায় অর্ধ কোটি টাকা স্বর্ণালংকার নিয়ে গা ঢাকা দিয়েছে। অনেকের ধারাণা সে গোপনে ভারত পালিয়ে গেছে বলে জোর গুঞ্জন শোনা যাচ্ছে। জানাযায়, বাজারের স্বর্ণকার রোডের তনুশ্রী স্বর্ণ শিল্পালয়র মালিক রতন দেব নাথ স্বর্ণালংকার তৈরী ও বিক্রির পাশাপাশি স্বর্ণ বন্ধকীল অবৈধ ব্যবসা চালিয়ে আসছিল। সমপ্রতি সে কাষ্টমারদের তৈরী করতে দেওয়া বিপুর পরিমাণ স্বর্ণালংকার বিভিন্ন ব্যক্তির থেকে নেওয়া হাওলাতি টাকা ও বন্ধক রাখা কয়েক লাখ টাকার স্বর্ণ নিয়ে গা ঢাকা দিয়েছে বলে জানা গেছে ভূক্ত ভোগী সর্্বর্ণ ও টাকার মালিকরা তার দোকান বন্ধ থাকায় তার বাড়িতে খোঁজ নিয়েও তার সন্ধান না পেয়ে হতাশ হয়ে পড়েছে। ভুক্ত ভোগীরা জানায় রতনের অবস্থা ও অবস্থান সম্বন্ধ তার আত্মীয় স্বজন কোন সদোত্তর না দেওয়ায় সে ভারত পাড়ি দিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
 

Copyright © 2009 by Your News, Your Site and Mirror Of Lakshmipur,