স্টাফ রিপোর্টার ঃ লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজারে অবস্থিত প্রায় সব কয়টি সরকারি সেড ও কয়েক কোটি টাকার সরকারি খাস জমি অবৈধ জবর দখল করিরা একে একে দখল করে নিয়ে যাচ্ছে। ফলে বাজারের স্থায়ী ও অস্থায়ী ব্যবসায়ী এবং ক্রেতা বিক্রেতারা নানা ভোগান্তির শিকার হচ্ছেন। জানাযায়, লক্ষ্মীপুর সদর উপজেলার বৃহত্তম এই চন্দ্রগঞ্জ বাজারে ৮টি সরকারি সেড রয়েছে। এগুলো হলো উত্তর বাজারে অবস্থিত তরকারি বাজার সেড, মাছ বাজার সেড, মোরগ হাটা সেড, যুগী হাটার দুটি সেড, মাছ বাজার সংলগ্ন গেঞ্জিহাটা সেড, মুড়ি বাজার সেড, এবং গো-জবাই খানা সেড, অপর দিকে বাজারের বিভিন্ন প্রান্থে রয়েছে মুক্তিযেদ্ধা খাল বাঁধের গোড়া, উত্তর বাজার পুকুর, বোর্ড অফিস সংলগ্ন পুকুর, আফজল রোড সংলগ্ন জেলা পরিষদের খাল, উত্তর বাজার সংলগ্ন খাল, মোরগ হাটা, যুগী হাটা, গরু হাটা, সহ বিভিন্ন স্থানে রয়েছে বিলাশ এলাকা জুড়ে সরকারি খাস জমি। এসব জমি এক শ্রেণীর অসাধু ব্যক্তি একে একে দখল করে নিয়ে যাচ্ছে। অপর দিকে তরকারি বাজার সেডে কতিপয় অসাধু ব্যক্তি চা দোকান বসিয়ে মাছ বাজার, সেডে একাধিক মাছের আড়ৎ গিয়ে আর কয়েকজন জেলে চকি ফেলে এবং গেঞ্জি হাটা এবং মুড়ি হাটা সেডে তরকারি দোকান যোগী হাটা সেডে লেপ দোকান দিয়ে এবং অন্যান্য স্থানে মাটি ফেলে একহাত, দু'হাত করে ভরাট করে একে একে দখল করে নিয়ে যাচ্ছে। তথ্য অনুসন্ধানকালে জানা যায়, আফজল রোড সংলগ্ন খাল একন অস্তিত্বহীন। অপর দিকে উত্তর বাজার খালও মৃত প্রায়। অপরদিকে মুক্তিযোদ্ধা খাল রয়েছে দখলের প্রতিযোগীতায় আর এই দখল প্রতিরোধ অদ্যাবধি কোন উদ্যোগ নেওয়া হচ্ছেনা। সেড গুলো অবৈধ দখলে চলে যাবার কারণে ব্যবসায়ীরা বাধ্য হয়ে সড়কের উপর দোকান পেতে বসছে। ফলে বাজারে মালামাল কিনতে আসা নারীরা সহ ক্রেতারা চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। মাছ বাজার সেডটি আড়ৎদাররা দখল করে তাদের অনুগত কয়েকজন মাছ ব্যবসায়ীকে চকি নিয়ে বসিয়ে দেওয়ায় সাধারণ জেলে ও মৎস্য চাষীদের ঐ বাজারে সরাসরি মাছ বিক্রি করতে দেওয়া হচ্ছেনা। মাছ বিক্রি করতে হচ্ছে আড়ৎদারদের নিকট তাদের পছন্দের মূল্যে। ফলে তারা ন্যায্য মূল্য পেতে ব্যর্থ হচ্ছে। অপরদিকে আড়ৎদাররা তাদের কথিত কমিশন ৩ থেকে ৫ টাকা এং বাজারের ইজারাদার টোল বাবত নিচ্ছে চার টাকা এছাড়া আড়ৎদাররা বড়গ মাছটি কেড়ে নিচ্ছে ভিন্ন অজুহাত তুলে। ফলে মৎস্য চাষী ও ব্যবসায়ী এবং সাধারণ জেলেরা ক্ষতিগ্রস্থ হচ্ছে।
Browse » Home » » রক্ষা পাচ্ছেনা & সরকারি সেড গুলোও চন্দ্রগঞ্জ বাজারের কয়েক কোটি টাকার সরকারি সম্পত্তি অবৈধ দখলে