রামগঞ্জ প্রতিনিধি ঃ রামগঞ্জ উপজেলার উল্লেখ যোগ্য ১৫টি খাল স্থানীয় অসাধু ব্যক্তি, গোষ্টি কর্তৃক বেদখল হয়ে গেছে। সৃষ্ট বিষয় নিয়ে সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের তদারকি না থাকায় খালের পাশা পাশি উপজেলা ব্যাপী ভি পি সম্পত্তি সহ বিতর্কিত সকল সম্পত্তি ওপ্রায় জবর দখলে চলে গেছে। রামগঞ্জ এই পর্যন্ত হাজার কোটি টাকার সরকারী সম্পত্তি জবর ওখল হয়েছে বলে সচেতন মহল কর্তৃক ধারনা করা হচ্ছে। জবর দখল কারীগন জবর দখলকতৃ সম্পত্তিতে অনিয়মতান্ত্রিক ভাবে পাকা ভবন ,দোকান অফিস.,বসতঘর নিমর্ান করায় - গোটা উপজেলায় পানি নিস্কাষন কার্যত বন্ধ হয়ে গেছে । ত্রতে করে শুস্ক মৌসুমে কৃষক গন সেচের পানি পাচ্ছেনা । অন্যদিকে মৌসুমে অত্র অঞ্চলে দেখাদেয় দীর্ঘসময় ব্যাপি জলাবদ্বতা ফলে প্রতি বছর মানুষ গবাধি পশু পাখির অকাল প্রান হানির ঘটনার পাশাপাশি নির্বিচারে গাছ পালা মরে যাচ্ছে এতে করে কয়েক কোটি টাকার ক্ষয় ক্ষতি হবার সাথে সাথে পরিবেশের ভার সাম্য নষ্ট হচ্ছে। সূত্র জানায় উপজেলায় মোট ৩২০ কি:মি: খালের মধ্যে রয়েছে উল্লেখ যোগ্য ১৫টি খাল ,যথাক্রমে বন্যায় নিয়ন্ত্রন খাল, এনখাল, কোরালিয় খাল , হাজিগঞ্জ রামগঞ্জ খাল , রামগঞ্জ লক্ষীপুর খাল, সোনাপুর পানিয়ালা খাল, রামগঞ্জ সোনাইমুড়ি খাল , রামগঞ্জ আজিমপুর খাল , উপজেলা পরিষদ খাল , বালুয়াচৌমূহনী সুধারম খাল ,পানিয়ালা শাহরাস্তি খাল , পানিয়লা ভাটরা খাল , প্রভূতি । এক সময় এই খালগুলোর পানি চলাচলের কোন প্রতিবন্ধকতা ছিলনা। হঠাৎ গত কয়েক বছর পূর্ব থেকে অসাধু ব্যক্তি বর্গ ক্ষমতার দাপট দেখিয়ে নাম মাত্র খালের পাড় লিজ নিয়ে খাল দখল শুরু করে । প্রথম থেকে লিজ প্রধান কারীগন লিজ গ্রহীতাদের কর্মকান্ড দেখাশুনা না করায় ক্রমেই লিজ গ্রহিতাদের অবৈধ দখল বাড়তে থাকে । পৌর রতনপুর মোজার কয়েক কোটি টাাকার ভিপি সম্পত্তি নিয়ে উচ্চআদালতে মামলা চললে ও তা নিয়ে লিজ বানিজ্যের অভিযোগ উঠেছে। দুদকের মামলা জেলেথাকা তৎকালিন নির্বাহী অফিসার আবুল হাসেম মোটা অংকের অর্থের বিনিময়ে অন্যের দখলিয় ভিপি সম্পত্তি কথিত ব্যক্তিদের লীজ প্রদান করে । উক্ত লীজ নিয়ে প্রতিনিয়ত দাঙ্গা হাঙ্গামা মামলার ঘটনা ঘটেছে। অপর দিকে সদ্য বিদায়ী রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্ল্লা আবদুল হাইকে ম্যানেজ করে একটি প্রভাবশালী গোষ্ঠী থানার পিছনে ভবন ঘেঁসে বাউন্ডারী প্রাচীর নির্মানের মাধ্যমে পানি উন্নয়ন বোর্ড ও ভিপি সম্পত্তি দখল করে নিয়েছে । বর্তমান লিজের নামে উপজেলা ব্যাপী হাজার কোটি টাকার সরকারি সম্পতি জবর দখল হয়ে যাচ্ছে । এমনকি কোন কোন স্থানে জবর দখল কারীগন গোটা খাল দখল করে নিয়েছে। কোথাও কোথাও সম্পুর্ন খাল বিলীন হয়ে গেছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকতর্ৃা জানান ১৯৮৬ সনের পরে গঠিত সকল নথিরই আইনগত ভিত্তি নেই। অবৈধ ভাবে খাল দখলের কারণে রবি মৌসুমে পানির অভাবে যেমনি ইরি চাষ ব্যহত হচ্ছে তেমনি বর্ষা মৌসুমে দেখাদেয় জলাবদ্ধতা ও কৃতিম বণ্যা।
Browse » Home » » রামগঞ্জে হাজার কোটি টাকার সরকারী সম্পত্তি বেদখল