
রামগঞ্জ প্রতিনিধি ঃ রামগঞ্জ পৌর শহরের গুরুত্বপুর্ন কাঁচা বাজার সংলগ্ন হাসপাতাল সড়কটি প্রভাবশালী একটি মহল দখল করে দু পাশে স্থাপনা তৈরী করে ফুটপাত ব্যবসায়ী বসিয়ে মোটা অংকের অর্থ হাতিয়ে নিচ্ছে। এতে সড়কটির প্রসস্থতা কমে যাওয়ায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। এ ব্যাপারে রামগঞ্জ কাঁচা বাজার ভিত্তিহীন সমবায় সমিতি কতর্ৃপক্ষ উপজেলা প্রসাশনকে একাধিকবার লিখিত ভাবে অবহিত করলেও কোন ব্যবস্থায় গ্রহন করা হচ্ছে না। কয়েকজন ব্যবসায়ী সাংবাদিকদের জানান, রাজনৈতিকয প্রভাব খাটিয়ে একটি অপশক্তির যোগসাজসে পৌর ভারপ্রাপ্ত মেয়র জনগুরুত্বপুর্ন হাসপাতাল সড়কটির দুপাশ স্থাপনা নিমর্ান কওে ফুটপাত ব্যবসায়ীদেও বসিয়েছে। পৌর মেয়রের সাথে চুক্তি কওে সিরাজ মোল্লা নামের এক ব্যক্তি প্রতিদিন উক্ত ব্যবসায়ীদেও কাছ থেকে নিধর্ারিত অর্থ হাতিয়ে নিচ্ছে। এ ব্যাপারে পৌর বাজার পরিদর্শক বিপুল বলেন, আমরা কয়েকবার অভিযান চালিয়ে উচ্ছেদ করেছি। কিন্তু উচ্ছেদ করার পর অপশক্তির ইশারায় তারা পুনরায় স্থাপনা নিমর্ান কওে ব্যবসা অব্যাহত রেখেছে।