ভবানীগঞ্জের তেওয়ারীগঞ্জ ইউনিয়নে মঙ্গলবার উদ্বোধন হয়ে গেল বহুল আলোচিত ইউপিএল ফুটবল লীগ। মঙ্গলবার বিকেল ৪টায় তেওয়ারীগঞ্জ ইউনিয়নে উদ্বোধন করা হয়। টুর্ণামেন্টের উদ্বোধন করেন সাবেক উপজেলা প্রয়াত চেয়ারম্যান মোসলেহ উদ্দিন নিজামের ছেলে সাইফুল হাসান রনি। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ভবানীগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল করীম। লক্ষ্মীপুরের ইতিহাসে এ প্রথম নিলামের মাধ্যমে খেলোয়াড় ক্রয় করে দলভূক্ত করা হয়। ক্রয় সূত্রে চারটি দল এ টুর্ণামেন্টের লীগ প্রতিযোগিতায় লড়বে। দল গুলো হল- চৌরাস্তা নাইট রাইডাস, ধর্মপুর বাদশা, রিয়েলধর্মপুর, চরমনসা ওয়ারিয়স। উদ্বোধনী ম্যাচে মোকাবেলা করে চৌরাস্তা নাইট রাইডাস ও ধর্মপুর বাদশা। স্টাফ রিপোর্টার (লক্ষ্মীপুর ওয়েব নিউজ), ২০ মে ২০০৯ইং।
Browse » Home » » লক্ষ্মীপুরে নিলামে খেলোয়াড় ক্রয় \\ উদয়ন প্রিমিয়ার লীগের উদ্বোধন ঘোষণা