রামগঞ্জে এক রাতে তিন প্রবাসীর বাড়ীতে ডাকাতি

রামগঞ্জের ভোলাকোট ও নলচরা গ্রামে মঙ্গলবার গভীর রাতে তিন প্রবাসীর বসত ঘরে এক দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়। সঙ্গবদ্ধ সশস্ত্র মুখোশধারী ডাকাত দল তিন ঘর থেকে ২২ ভরি স্বনর্ালংকার, নগদ ৭০ হাজার টাকা, ৮টি মোবাইল সেট সহ ৭ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যাওয়ার সময় কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। সূত্র জানায়, উপজেলার ভোলাকোট ইউপির আনজি বাড়ীর প্রবাসী আব্দুল্লা এবং পাশ্ববতর্ী তোরাব মিজি বাড়ীর প্রবাসি আব্দুল মন্নান ও ভাট্রা ইউপি নলচরার খন্দকার বাড়ীর প্রবাসী কুদ্দস মিয়ার বসত ঘরে এক যোগে মঙ্গলবার গভীর রাতে ডাকাতি গুলো সংঘটিত হয়। ডাকাতরা বসত ঘরের দরজা ভেঙ্গে সবাইকে অস্ত্রের মূখে জিম্মি করে টাকা, স্বর্নালংকার, মোবাইল, লুটে নেয়। ডাকাতির সংবাদ,পেয়ে এলাকা বাসী এগিয়ে আসার চেষ্টা চালালে ডাকাতরা কয়েকরাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যেতে সক্ষম হয়। লক্ষ্মীপুর কন্ঠ, (লক্ষ্মীপুর ওয়েব), ২০ মে২০০৯ইং।
 

Copyright © 2009 by Your News, Your Site and Mirror Of Lakshmipur,