বুধবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার কল্যান পুর জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু'পক্ষের সংঘর্ষে চাচা ভাতিজা সহ দুজন নিহত ও মহিলা সহ আরো ৫ জন আহত হয়েছে। নিহতরা হল লোকমান হোসেন (৭০) ও মিজান (৩০)। জানাযায়, ঘটনার দিন সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের কল্যান পুর গ্রামের দোকান নামক স্থানে নিহত মিজান দোকান ঘর তুলতে গেলে একই বাড়ির কাশেমের নেতৃত্বে প্রতিপক্ষ ধারালো অস্ত্রসস্ত্র নিয়ে তাদের উপর অতর্কিত হামলা চালায়। এসময় বৃদ্ধ লোকমান হোসেন লোকা (৭০) ও ভাতিজা মিজানুর রহমান (৩০) প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে মারাত্মক আহত হয়। তাদের নোয়াখারী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তারা মারা যায়। এসময় হামলা কারিদের ধারালো অস্ত্র ও লাঠির আঘাতে পারভীন, সামছুন্নাহার, রহিমা বেগম, জাহাঙ্গীর ও জোৎন্সা আহত হলে তাদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান দু'পক্ষের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। স্টাফ রিপোর্টার, (লক্ষ্মীপুর ওয়েব নিউজ), ২০ মে ২০০৯ইং।
Browse » Home » » লক্ষ্মীপুরে দু'পক্ষের সংঘর্ষ নিহত- ২ \\ আহত- ৫