
লক্ষ্মীপুরের উপকূলীয় দুর্গম উপজেলা রামগতিতে ঘুর্ণিঝড় প্রস্তুতি কর্মসুচির সব কটি বেতারযন্ত্র দীর্ঘ দিন ধরে বিকল পড়ে আছে। এতে উপজেলার দুর্গম চরাঞ্চলসহ স্বেচ্ছাসেবকদের ১৫০টি ইউনিটের কার্যক্রম ব্যাহত হচ্ছে। কর্মসুচির রামগতি উপজেলা দলনেতা মহিন উদ্দিন জানান, উপজেলায় ১৫০টি ইউনিটে দুই হাজার ২৫০ জন প্রশিক্ষণপ্রাপ্ত স্বেচ্ছাসেবক প্রত্যন্ত এলাকায় দুর্যোগ ব্যবস্থাপনার সঙ্গে জড়িত। স্বেচ্ছাসেবক এবং স্থানীয় জনগণের মধ্যে ঘুর্ণিঝড় সতর্ক বার্তা সম্প্রচার করার জন্য চর গজারিয়া, বয়ারচর ও রামগতির হাটে তিনটি অতি উচ্চক্ষমতাসম্পন্ন বেতারযন্ত্র এবং ঢাকার প্রধান কার্যালয়ে নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগ করার জন্য চর আলেকজান্ডারে একটি উচ্চক্ষমতাসম্পন্ন বেতারযন্ত্র স্থাপন করা হয়েছে।
রামগতি উপজেলা কার্যালয়ের বেতারযন্ত্র পরিচালক বাবুল সরকার জানান, যান্ত্রিক ত্রুটির কারণে চর গজারিয়া, বয়ারচর ও রামগতির হাটে স্থাপন করা বেতারযন্ত্রগুলো দুই বছর ধরে বিকল পড়ে আছে। এ ছাড়া উপজেলা সদরের বেতারযন্ত্রটিতেও দুই মাস ধরে বহির্গামী সম্প্রচার বন্ধ রয়েছে। কর্মসুচির রামগতি উপজেলার সহকারী পরিচালক মো. রুহুল আমিন জানান, বেতারযন্ত্রগুলো বিকল থাকার বিষয়টি প্রধান কার্যালয়ে জানানো হয়েছে। এখনো যন্ত্রগুলো মেরামত করার উদ্যোগ নেওয়া হয়নি বলে তিনি জানান।