ফজলুল হক আমিনী কারাগারে


হামলা ও বোমাবাজির মামলায় ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতি মো. ফজলুল হক আমিনীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। রোববার দুপুরে মহানগর হাকিম তোফায়েল হাসান আমিনীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আমিনীর সঙ্গে ঐক্যজোটের নেতা মাওলানা মো. কামাল উদ্দিন ও মাওলানা হাফেজ মো. বদরুল ইসলামকেও কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
আমিনীর আইনজীবী মো. মহিউদ্দিন এ খবর নিশ্চিত করেছেন। এর আগে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিন চান আসামিরা। গত ২ মে পুরান ঢাকার ইসলামবাগের বাসিন্দা শ্রমিক লীগ নেতা আকবর হোসেন আমিনীসহ ১০ জনের বিরুদ্ধে লালবাগ থানায় মামলাটি করেন। মামলার অপর আসামিরা হলেন- মুফতি মো. তৈয়ব, কামাল উদ্দিন সালেহ, মো. জুনায়েদ বিন গুলজার, মো. মিজানুর রহমান, মো. সাইফুল ইসলাম, মো.শামসুর রহমান ও মো. ফয়জুল্লাহ আবুল ফারাহ। এদের মধ্যে মুফতি মো. তৈয়ব ও মো. জুনায়েদ বিন গুলজার জামিনে রয়েছেন। মামলার অভিযোগে বলা হয়, মে দিবস উপলক্ষে ১ মে সন্ধ্যা সাতটার দিকে পল্টন ময়দানে শ্রমিক লীগের সমাবেশ শেষে সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে ফিরছিলেন। মিছিলটি ইসলামবাগের বড় কাটরা এলাকায় পৌঁছালে আমিনী ও অপর আসামিদের নির্দেশে শতাধিক লোক অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। হামলাকারীরা এসময় বোমা ও ইট পাটকেল নিক্ষেপ করে। এতে আহত হন শ্রমিক লীগের কয়েকজন নেতাকর্মী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

 

Copyright © 2009 by Your News, Your Site and Mirror Of Lakshmipur,