ঘুর্ণিঝড় আয়লা'র প্রভাবে লক্ষ্মীপুরের উপকূলীয় রামগতির চরগজারিয়া ও ভয়ারচরের ঘর চাপা পড়ে ৩ জন নিহত এবং ১০ জন আহত হয়েছে। মেঘনার প্রবল জোয়ারে উপজেলার গজারিয়া, তেলীর চর দ্বীপ, সেবাগ্রাম ও আশলিপাড়ার নিম্নাঞ্চল এলাকায় ৮/৯ ফুট পানিতে তলিয়ে যায়। এসময় বাতাসের তোড়ে সহস্রাধিক কাঁচা ঘরবাড়ি বিধস্ত হয়। জোয়ারে ল ল টাকার পুকুরের মাছ ভেসে যায়। এদিকে জেলা প্রশাসনের প থেকে উপকূলীয় এলাকার জানমাল রার্থে ব্যপক কর্মসূচী গ্রহন করে। উপজেলায় ৪৩টি আশ্রয়কেন্দ্র খোলা হয়।এসব আশ্রয়কেন্দ্রে এখনো মানুষ এসে আশ্রয় নিচ্ছে। তিগ্রস্থ এলাকায় জেলা প্রশাসক মো: রফিকুল ইসলাম পরিদর্শন করেছেন। নিহতদের পরিবারকে তাৎনিক পাঁচ হাজার টাকা করে প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়। য়তির হিসাব এখনো নিরুপন করা সম্ভব হয়নি। এখনো উপকূলীয় এলাকায় দমকা হাওয়া বইছে। নদী উত্তাল রয়েছে। বেড়ি বাঁধগুলো হুমকির মুখে।
Browse » Home » » লক্ষ্মীপুরে ঘুর্ণিঘড় আয়লা'র তান্ডবে ৩ জন নিহত\\ সহস্রাধিক ঘরবাড়ি বিলীন