লক্ষ্মীপুরে বন্দুকসহ ২ ডাকাত গ্রেফতার


লক্ষ্মীপুর জেলার দত্তপাড়ার রাজারামপুর ঘোষ গ্রামে বন্দুকসহ ২ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সুত্রে জানা যায়, ২৭ মে গভীর রাতে লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে এক পুলিশদল দত্তপাড়ার রাজারামপুর ঘোষ গ্রামে বেল্লাল (৩২), সাজু (২৮) কে, এলজি ও কাটা বন্দুকসহ ৪ রাউন্ড গুলি উদ্ধার করে। এসময় তারা একটি রামদাও উদ্ধার করেছে। এ নিয়ে অস্ত্র আইন ১৯ (ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার নং ৫৫।
 

Copyright © 2009 by Your News, Your Site and Mirror Of Lakshmipur,