ষ্টাফ রিপোর্টার : লক্ষ্মীপুরে প্যাথিডিন ইনজেকশান বিক্রিতে কোন নিয়ম নীতিমালা হচ্ছেনা। লক্ষ্মীপুর সদর হাসপাতালের সম্মুখে সহ রাতারাতি গড়ে উঠা লাইসেন্স বিহীন ও অনুমমোদন বিহীন ঔষধ দোকান ও ফার্মেসী গুলোতে অবাধে বিক্রি করা হচ্ছে এ জীবন রক্ষকারি গুরুত্ব পূর্ণ ইনজেকশান। আর অসাধু ব্যবসায়ীরা ছড়া মূল্যে এই ইনজেকশান তুলে দিচ্ছে মাদক সেবী, মাদক ব্যবহার কারিদের হাতে। ফলে প্যাথেডিন ইনজেকশানের সহজ লব্যতার কারণে এর অবৈধ ব্যবহার আশংকা জনক ভাবে বৃদ্ধি পাচ্ছে। তরুণ মাদক সেবীরা এই ইনজেকশানের একই সুইচ ও সিরিঞ্জ ব্যবহার করার ফলে এইডস ও হেফাটাইটিজ বি সহ সংক্রামমক রোগের বিস্তার ঘটছে। তথ্য অনুসন্ধান কালে সংশ্লীষ্ট সূত্রে জানা যায় প্যাথেডিন ইনজেকশান বিক্রি করতে হলে পৃথক লাইসেন্স ও অনুমোদনের প্রয়োজন হলেও লক্ষ্মীপুরের যত্রতত্র বিক্রি হচ্ছে এই ইনজেকশান। দোকানীরা এই ইনজেকশান দোকানের আলমারির নীচে এবং দোকানের বাইরের ময়লার স্তুপে আবার কখনো পরিত্যক্ত জিনিষের ভিতর লুকিয়ে রেখে গোপনে ছড়া মূল্যে বিক্রি করছে এই ইনজেকশান। এই ইনজেকশান বিক্রিতে নীতিমালা বাস্তবায়ন না হলে এইডস ব্যাপক ভাবে ছড়িয়ে পড়ার আশংকা রয়েছে এ জেলায়। সদর হাসপাতালের সামনের দোকান গুলো ছাড়াও লাইসেন্স বিহীন দোকান গুলোতে অবাধে নিষিদ্ধ প্যাথিডিন বিক্রয়ের অভিযোগ পাওয়া গেছে।
Browse » Home » » লক্ষ্মীপুরে প্যাথেডিন ইনঃ বিক্রিতে নীতিমালা মানা হচ্ছেনা