মো: নজরুল ইসলাম দিপু : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডা. আফছারুল আমীন এমপি বলেছেন, উন্নত শিক্ষা ব্যবস্থার প্রথম স্তরই হলো প্রাথমিক শিক্ষা সমাপনী শিক্ষা। বর্তমান সরকারের এই উদ্যোগ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে আরো সমৃদ্ধ ও এগিয়ে নিতে যুগান্তকারি সাহায্য করবে। তিনি আরো বলেন, প্রাথমিক শিক্ষা সমাপনী শিক্ষা একটি ব্যতিক্রম ধমী পদ্ধতি। এই নিয়মে এইদেশের শিক্ষার্থীরা পড়াশোনার প্রতি আরো আগ্রহী হবে। তবে এই জন্য আমাদের সমাজের সকল স্তরের মানুষ, শিক্ষক এবং অভিভাবকদের আন্তরিক হতে হবে। তাহলেই এটি সার্থক হবে। শুক্রবার লক্ষ্মীপুর সার্কিট হাউজে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা-০৯ প্রস্তুতি বিষয়ক আলোচনা সভায় ডা. আফছারুল আমীন এসব কথা বলেন। আলোচনা সভায় জেলা প্রশাসক মো: রফিকুল ইসলাম সরকারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার জামিল আহমেদ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আজিজুর রহমান, জেলা আওয়ামীলীগ সিনিয়র সহ-সভাপতি আ ন ম ফজলুল করিম, সাধারণ
সম্পাদক মিজানুর রহিম, প্রেস ক্লাব সেক্রেটারী কামাল হোসেন, রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান মনির চৌধুরী, সদর উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহিউদ্দিন বকুল,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খলিলুর রহমান, অধ্যাপক মাইন উদ্দিন পাঠান প্রমূখ। সভায় বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা, শিক্ষা কর্মকর্তাবৃন্দ, জেলা আ’লীগ নেতৃবৃন্দ, বিভিন্ন স্কুলের অভিভাবক কমিটির সভাপতি/সেক্রেটারী, প্রধান শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় লক্ষ্মীপুরের প্রত্যেকটি স্কুলের সমাপনী পরীক্ষার সাফল্য নিশ্চিত করার জন্য আলোচনা করা হয়।
সম্পাদক মিজানুর রহিম, প্রেস ক্লাব সেক্রেটারী কামাল হোসেন, রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান মনির চৌধুরী, সদর উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহিউদ্দিন বকুল,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খলিলুর রহমান, অধ্যাপক মাইন উদ্দিন পাঠান প্রমূখ। সভায় বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা, শিক্ষা কর্মকর্তাবৃন্দ, জেলা আ’লীগ নেতৃবৃন্দ, বিভিন্ন স্কুলের অভিভাবক কমিটির সভাপতি/সেক্রেটারী, প্রধান শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় লক্ষ্মীপুরের প্রত্যেকটি স্কুলের সমাপনী পরীক্ষার সাফল্য নিশ্চিত করার জন্য আলোচনা করা হয়।