প্রাক্তন পুলিশ কর্মকর্তা এম এ গফুর ও হারুন অর রশিদের উদ্যোগে এই ১ম বারের মত পশ্চিম লক্ষ্মীপুর মক্রম আলী বেপারী বাড়ী জামে মসজিদ সংলগ্ন ঈদগাহে ঈদের নামাজ শুরু হয়েছে। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে উক্ত মসজিদে বহু মুসুল্লীর আগমনের মাধ্যমে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়েছে। ঈদের জামায়াত পরিচালনা করেন মা. আব্দুল্লাহ আজিজ খালিদ হাসান। ছবিতে ওই ঈদগাহে ঈদের জামায়াতের মুসুল্লিদের একাংশ দেখা যাচ্ছে।
 

Copyright © 2009 by Your News, Your Site and Mirror Of Lakshmipur,