রামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের দু’দশক পূর্তি

রামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের দু’দশক পূর্তি উপলক্ষে সকল প্রাক্তন ছাত্র-ছাত্রীদের উদ্যোগে শুক্রুবার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গনে এলাকার গুনীজন ও বিদ্যালয়ের সকল প্রক্তন ছাত্র-ছাত্রীদের এক মিলন মেলা অনুষ্ঠিত হয় । বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মঞ্জুরুল হক ফারুকের সভাপতিত্তে ঐ মিলন মেলায় গুনিজন হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও রামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ মোঃ শাহজান, সাবেক এমপি এম এ গোফরান, রামগঞ্জ উপজেলার চেয়াম্যান মোঃ মনির হোসেন চৌধুরী, বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও উপজেলা ভাইস চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আকম রুহুল আমিন, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী ফরিদ আহমদ ভূঁইয়া, বিশিষ্ট ব্যবসায়ী-শিক্ষানুরাগী ও আওয়ামীলীগ নেতা আল্হাজ্ব মোঃ জাহাঙ্গীর, বিশিষ্ট শিক্ষানুরাগী ও পৌর আওয়ামীলীগের আহবায়ক বেলাল আহমদ, বিশিষ্ট সাংবাদিক মোঃ শাহআলম প্রমুখ, মিলন মেলা আয়োজক কমিটির উপদেষ্টা রায়হান হোসেন পাটয়ারী আহবায়ক শরিফুর ইসলাম রাজু, যুগ্ন আহবায়ক জামিল ইউসুফ বাদল, প্রকাশনা সম্পাদক ফরাদ হোসেন বিপু। পরিচালনায় মিলন মেলায় প্রাক্তন ছাত্র-ছাত্রীগন তাহাদের মধুর স্মৃতির কথা তুলে ধরেন। এসময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। সন্ধ্যায় এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
 

Copyright © 2009 by Your News, Your Site and Mirror Of Lakshmipur,