রামগঞ্জে ১৫ পূজামণ্ডপের জন্য সাড়ে ৫৭ মেঃ টন চাল বরাদ্ধ

মহাসপ্তমী পালনের মধ্য দিয়ে রামগঞ্জে হিন্দু ধর্মাবলম্বীদের দূর্গা পূজার ২য় দিন অতিবাহীত হয়েছে। রামগঞ্জে ১৫টি পূজা মন্ডপের জন্য এবার সরকারী ভাবে ৫৭.৪৫০ মেঃ টন চাল বরাদ্দ দেয়া হয়েছে বলে রামগঞ্জ উপজেলা পূজা উর্যাপনের সাধারন সম্পাদক অপুর্ব কুমার জানান ।
এবার দূর্গা পূজা ঘিরে পূজা মন্ডপ এরিয়াসহ গোটা উপজেলা ব্যাপি র‌্যাব, পুলিশ, আনসার, সেচ্ছাসেবকসহ কয়েকটি বাহিনী মাধ্যমে নিরাপত্তা বেষ্টনি গড়ে তোলা হয়েছে বলে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম সরকার জানান। অপুর্ব কুমার সাহা জানান পূজা শুরুর প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত প্রতিদিন প্রতিটি মন্ডপে বক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়েছে।
 

Copyright © 2009 by Your News, Your Site and Mirror Of Lakshmipur,