প্রতিক্রিয়া

দুঃখিত ॥ প্রকাশিত সংবাদ প্রসঙ্গে
অনলাইন পত্রিকা ভোরের শিশিরে প্রকাশিত সংবাদ “ সরকারের নিষেধাজ্ঞা মানছে না লক্ষ্মীপুরের ক্যাবল ব্যবসায়ীরা” এই সংবাদটি মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রনোধিত। উক্ত সংবাদের জন্য আমরা আন্তরিক ভাবে দুঃখিত ।
প্রকৃত কথা- সরকার কর্তৃক বিভিন্ন ক্যাবল ববসায়ীদেরকে ইংরেজি, হিন্দি ও বাংলা ছবি প্রদর্শন নিষিদ্ধ থাকলেও এই ঘোষনার পর লক্ষ্মীপুর জেলার কোন ব্যবসায়ী আর ছবি প্রদর্শন করেন নাই। বরং নাটক ও টেলিফ্লিম প্রদর্শন করার জন্য কোন প্রকার আইন না থাকলেও লক্ষ্মীপুর ক্যাবল নেটওয়ার্ক সেটার জন্যও অনুমতি নিয়ে তা প্রদর্শন করে আসছে। যা রিতিমত আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন বলা যায়। অথচ কিছু অসাধু ব্যবসায়ী চক্রান্ত করে এই সংবাদ ছড়িয়েছে যে, তারা নাকি নিষিদ্ধ করা বাংলা, হিন্দি ও ইংরেজি ছবি প্রদর্শন করছে। এই সংবাদটি সম্পূন্ন ভূয়া ও আপত্তিকর। তাই লক্ষ্মীপুর জেলার প্রশাসন ও ভোরের শিশিরের সকল পাঠকের দৃষ্টি আকর্ষন করছি যে এই ধরণের ভূয়া খবর কেউ বিশ্বাস করবেন না এবং প্রয়োজনে তদন্তপূর্বক ভূয়া খবর প্রচারকারীদের শাস্তি দেওয়া একান্ত আবশ্যক ।

সম্পাদক
 

Copyright © 2009 by Your News, Your Site and Mirror Of Lakshmipur,