লক্ষ্মীপুরের জেলা প্রশাসক গোল্ড কাপ টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত

আগামী ৩ অক্টোবর শনিবার ৫ম লক্ষ্মীপুর জেলা প্রশাসক গোল্ড কাপ টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হবে। এ উপলক্ষে বন্যাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে টুর্নামেন্ট কমিটি। এ টুনামেন্টকে ঘিরে লক্ষ্মীপুরের ক্রিড়াঙ্গনে বইছে সাজ সাজ রব। ক্রীড়ামোদীদের মাঝে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন প্রধান মন্ত্রীর সংস্থাপন ও প্রশাসন বিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সচিব মোঃ মাহবুব আহমেদ ও লক্ষ্মীপুর পুলিশ সুপার মোঃ জামিল আহমদ। সভাপতিত্ব করবেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ রফিকুল ইসলাম সরকার। ২৭ সেপ্টেম্বর লক্ষ্মীপুর স্টেডিয়াম মিলনায়তনে টুনামেন্ট কমিটির আহবায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এহসানুল পারভেজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত ফিকচার ড্র অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম সরকার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আ ন ম ফজলুল করিম। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খলিলুর রহমান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাঈন উদ্দিন খান। অনুষ্ঠান পরিচালনা করেন টুর্নামেন্টের সদস্য সচিব এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন। প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম সরকার বলেন, লক্ষ্মীপুরের ক্রীড়াঙ্গনকে শক্তিশালী করতে এ টুর্নামেন্টের আয়োজান করা হয়েছে। তিনি বলেন লক্ষ্মীপুর ক্রীড়ামোদী মানুষ আছে এটি দেশের সর্বত্র জানিয়ে দিতে হবে এ টুর্নামেন্টে। অনুষ্ঠানে রফিকুল ইসলাম সরকার বলেন, লক্ষ্মীপুরের ক্রীড়াঙ্গন আনন্দের বন্যা আর প্রাণের জোয়ার সৃষ্টির জন্য এ টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। ৫ম জেলা প্রশাসক গোল্ড কাপ টুর্নামেন্টে মোট ১২টি দল অংশগ্রহণ করেছে। দলগুলো হচ্ছে রাঙ্গামাটি জেলা ক্রীড়া সংস্থা একাদশ, মৌলভীবাজার শমশের নগর খেলোয়াড় কল্যাণ একাদশ, চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থা, ফেনী জেলা ক্রীড়া সংস্থা, নোয়াখালী জেলা প্রশাসক একাদশ, চাটখিল উপজেলা একাদশ, সদর ক্রীড়া সংস্থা, লক্ষ্মীপুর রামগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা, রামগতি উপজেলা ক্রীড়া সংস্থা, আবহানী ক্রীড়া চক্র লক্ষ্মীপুর, মোহামেডান স্পোর্টিং ক্লাব লক্ষ্মীপুর। রামগতি উপজেলা ক্রীড়া সংস্থা ও চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার মধ্যে উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে।

 

Copyright © 2009 by Your News, Your Site and Mirror Of Lakshmipur,