
আসন্ন ঈদকে সামনে রেখে লক্ষ্মীপুর জেলা প্রশাসনের উদ্যোগে ভেজাল বিরোধী অভিযান শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার অভিযানের কর্মসূচীর অংশ হিসেবে উৎপাদনকারী বেকারী, মুদি, দোকান, কাঁচা তরকারী বাজারেঅভিযান চালিয়ে ৩৭ হাজার টাকা জরিমানা আদায় করেন। অনাদায়ে বিভিন্ন মেয়াদে জেল দেওয়ার জন্য লেখেন ম্যাজিস্ট্রেট নায়ইরুজ্জামান।লক্ষ্মীপুর বিসিক শিল্প নগরীতে অবস্থিত সুলতানিয়া বেকারীতে বিএসটি আই এর অনুমতি বিহীন নকললেবেল ব্যবহার করে সেমাইসহ অন্যান্য খাদ্যদ্রব্য ৰাজার জাতকরণ মেয়াদ উর্ত্তীণ বিস্কুক বিশুদ্ধ খাদ্য হিসাবে প্যাকেট করা হয় এবং মুদি দোকান ও মাছ-মাংসসহ কাঁচাবাজারএর দোকানে নিদির্ষ্ট পূন্য দ্রব্যের মূল্য তালিকা না করায় ভোক্তা অধিকার সংরন আইনেও জরিমানা আদায় করেন।