শেষ মুহুর্তে জমে উঠেছে লক্ষ্মীপুরের ঈদ বাজার

লক্ষ্মীপুর জেলা সদরে অবস্থিত লক্ষ্মীপুর বাজারে ঈদের আমেজ দেখা যাচ্ছে। প্রতিটি মার্কেটকে আলাদাভাবেও সাজানো হয়েছে। ক্রেতাদের ভিড়ে সরগরম থাকছে সকাল থেকে গভীর রাত পর্যন্ত। বিক্রেতাদের ঘুম নেই। ভোর রাতে দোকান বন্ধ করলেও সকালবেলা তাড়াতাড়ি দোকান খুলে প্রস্তুত হয়ে যায় বেচা-বিক্রির জন্য। সরকারী, বেসরকারী, আধাসরকারী স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান, ব্যাংক বীমায় কর্মরত অফিসার ও পেশাজিবী মানুষ বেতন ও ঈদ বোনাস পাওয়ায় ঈদ বাজার সরগরম হয়ে ওঠেছে। জেলা শহরের বিভিন্ন মার্কেট ঘুরে দেখা গেছে কাপড় দোকান ও জুতার দোকানগুলোতে ভিড় লেগেই আছে। ক্রেতারা পছন্দের জিনিষ খুঁজছে মনযোগ দিয়ে। পছন্দ হলে দামের প্রতি ভ্রুক্ষেপ না করে কিনে নিচ্ছে ঈদ সদাই। বিক্রেতারাও ঈদের এই মৌসুমকে কাজে লাগিয়ে সারা বছরের ব্যবসা করে যাচ্ছে অল্প কয়েকদিনে। বাজারে গিয়ে দেখা যায় মহিলা ও শিশুদের পোষাক বেশী বিক্রি হচ্ছে। ছেলেরা কিনছে পাঞ্জাবী। মহিলাদের ভিড় লক্ষ্য করার মতো। বিশেষ করে প্রবাসীদের স্ত্রীরা এই সময় হাতে প্রচুর টাকা পেয়ে মার্কেটে চলে আসে। আর এই সুযোগের পূর্ণব্যবহার করে দোকানীরা। দাম সম্পর্কে অজ্ঞ এই সমস্ত গৃহিনীরা কম টাকার জিনিষ বেশী টাকা দিয়ে কিনে নিচ্ছে। জেলা শহরে অবস্থিত বিভিন্ন মার্কেট যেমন, পৌর সুপার মার্কেট, হাকার্স মার্কেট, তমিজ মার্কেট, চকবাজারসহ পুলের দক্ষিণে অবস্তিত সাহাবুদ্দিন সুপার মাকের্টে ক্রেতাদের ভিড় বেশী। বিভিন্ন মার্কেটে চলছে র‌্যাফের ড্র’র জমজমাট অফার। মাত্র ২০০-৫০০ টাকার জিনিষ কিনলেই ক্রেতা পাচ্ছে লাকী কুপন। লাকী কুপনের অফার থাকাতে ক্রেতারা সব মার্কেট থেকেই মালামাল ক্রয় করছে। জমে ওঠেছে লক্ষ্মীপুরের ঈদ বাজার। ভোরের শিশির ডেক্স
 

Copyright © 2009 by Your News, Your Site and Mirror Of Lakshmipur,